For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দুর বিরুদ্ধে মামলার পাহাড়! শাহকে পেশ করা তালিকায় নেই কেন নারদকাণ্ড, প্রশ্ন কুণালের

শুভেন্দুর বিরুদ্ধে মামলার পাহাড়! শাহকে পেশ করা তালিকায় নেই কেন নারদকাণ্ড, প্রশ্ন কুণালের

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দুর বিরুদ্ধে মামলার পাহাড় জমেছে। রাজ্যের করা সেইসব মামলার তালিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পেশ করলেন শুভেন্দু অধিকারী। সেই তালিকা দেখে অবাক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আবার তালিকা দেখে অবাক তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও। তাঁর প্রশ্ন, নেই কেন নারদকাণ্ড!

শুভেন্দুর বিরুদ্ধে মামলার পাহাড়! শাহকে পেশ করা তালিকায় নেই কেন নারদকাণ্ড, প্রশ্ন কুণালের

মঙ্গলবার দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের করা মামলার তালিকা তুলে দেন শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে তাঁর বিরুদ্ধে মামলার পাহাড় করে দেওয়া হয়েছে বলে নালিশ করেন তিনি। অমিত শাহের হাতে এই মর্মে তুলে দেন মামলার তালিকা-সহ একটি পু্স্তিকাও।

সেই পুস্তিকা হাতে নিয়ে বিস্ময় প্রকাশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের প্রতি প্রান্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কেন রাজ্যের প্রতি প্রান্তে এত মামলা প্রশ্ন করেন শাহ! তারপর রাজ্যের কিছু আইপিএস অফিসারের বিরুদ্ধে শুভেন্দু নালিশ জানান অমিত শাহকেও।

শুভেন্দু জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আধঘণ্টার বৈঠকে তিনি আট পাতার একটি পুস্তিকা তুলে দিয়েছেন। সেখানে তাঁর বিরুদ্ধে মামলার বিশদ বিবরণ দেওয়া রয়েছে ওই আট পাতার পুস্তিকায়। তিনি জানান, ভুয়ো মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। পুলিশ অফিসাররা তৃণমূলের হয়ে কাজ করছেন। এভাবেই তাঁর কাজে পুলিশ বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

আর শুভেন্দুর পেশ করা মামলার তালিকা নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এত মামলার কথা লিখেছেন, নারদ-কাণ্ডে মামলার কথা কেন লিখলেন না তিনি। তিনি কি ভুলে গিয়েছেন সেইসব ভাষণগুলি। নারদ-কাণ্ডে তাঁকে ফাঁসানো হয়েছে, কেন্দ্বের স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে তিনি সেদিন গরম গরম লেকচার দিয়েছিলেন। এখন সেই কেন্দ্রীয়মন্ত্রকের কাছে তিনি রিপোর্ট পেশ করতে গিয়েছেন।

কুণাল ঘোষ আরও বলেন, শুভেন্দু অধিকারী ওই তালিকায় কি সিবিআইয়ের এফআইআরগুলো রেখেছেন। অমিত শাহের সিবিআই নারদের তোলাবাজিতে শুভেন্দুর নামে এফআইআর করে রেখেছিল, সেটা থেকে বাঁচতেই তো উনি সবার আগে জুতো পালিশ করতে গিয়েছেন। সিবিআইয়ের এফআইআর তো সবার আগে দেওযা উচিত ছিল। ওটা দিয়ে বলা উচিত ছিল, আমি বিজেপিতে এসে গিয়েছে, বাঁচান। কেন শুধু বাংলার দিল্লির সিবিআইয়ের এফআইআর তালিকা কেন দিলেন না শুভেন্দু অধিকারী

উল্লেখ্য, অমিত শাহ সম্প্রতি রাজ্যে এসেছিলেন। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে নবান্নে তিনি চার রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তারপর তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক করেন। তারপর উড়ে যান দি্ললি। আর আগের দিন রাতে কলকাতায় নেমেই তিনি বিজেপির সাংগঠনিক বৈঠক করেছিলেন।

সেই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ-সহ ১৪ জন নেতা-নেত্রী। এরপরই দিল্লিতে সুকান্ত ও শুভেন্দুর সঙ্গে বৈঠকের কথা ছিল অমিত শাহের। অমিত শাহ দিল্লিতে সেই বৈঠকের জন্য তাঁদের আধ ঘণ্টা সময় দিয়েছিলেন।তখনই তিনি মামলার তালিকা তুলে দেন তাঁর হাতে।

তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে বিজেপি, ২১ ডিসেম্বর নিয়ে সাবধান করলেন কুণালতারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে বিজেপি, ২১ ডিসেম্বর নিয়ে সাবধান করলেন কুণাল

English summary
Kunal Ghosh raises questions about Narad case after Suvendu Adhikari submits list of suits to Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X