For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু বিজেপির ‘ভাড়াটে’! মমতা-অভিষেকের হয়ে ব্যাট ধরে বাউন্সার ওড়ালেন কুণাল

শুভেন্দু বিজেপির ‘ভাড়াটে’! মমতা-অভিষেকের হয়ে ব্যাট ধরে বাউন্সার ওড়ালেন কুণাল

Google Oneindia Bengali News

কয়লা-কাণ্ডে শুভেন্দু অধিকারী কাঠগড়ায় তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যাকে নিশানায় শুভেন্দু বলেছেন, দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী। তারই পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে বিজেপির ভাড়াটে তকমা দিলেন। কুণাল বলেন, শুভেন্দু হলেন বিজেপির ভাড়াটে কুৎসাকারী।

ভাইরাল হওয়া অডিও টেপকে হাতিয়ার করে শুভেন্দুর তোপ

ভাইরাল হওয়া অডিও টেপকে হাতিয়ার করে শুভেন্দুর তোপ

শনিবার রাতে একটা ভাইরাল হওয়া অডিও টেপকে হাতিয়ার করে শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক বৈঠক করেন। সেখানে কয়লা-কাণ্ডে মাত্র সাত বছরে অভিষেকের কাছে ৯০০ কোটি টাকা পৌঁছেছে বলে অভিযোগ করেন শুভেন্দু। প্রতি মাসে পাচারের ৪০ কোটি টাকা পাঠানো হত বিনয় মিশ্র-লালাদের মারফৎ, তাও অভিযোগ করেন।

টাকা যেত পুলিশ ভ্যানে, মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

টাকা যেত পুলিশ ভ্যানে, মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন শুভেন্দু

তারপর তিনি বলেন, এই টাকা যেত পুলিশ ভ্যানে করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দায় এড়াতে পারেন না। পুলিশকে নিয়ন্ত্রণ করেছেন ভাইপো। নবান্নকে কাজে লাগিয়ে ভাইপো এই কীর্তিকলাপ করেছেন। আর পিসিমণি তা জানবেন না তা হয় কী করে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ধৃতরাষ্ট্রের সঙ্গে তুলনা করেছেন দীনেশ ত্রিবেদী।

শুভেন্দুকে বিজেপির ভাড়াটে কুৎসাকারী ব্যাখ্যা কুণালের

শুভেন্দুকে বিজেপির ভাড়াটে কুৎসাকারী ব্যাখ্যা কুণালের

শুভেন্দুদের করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, বিজেপি শুভেন্দুকে ভাড়াটে কুৎসাকারী হিসেবে ব্যবহার করছে। উনি ভুলে গিয়েছেন, এতদিন তৃণমূল সরকারেরই মন্ত্রী ছিলেন। আর ওইসব এলাকায় তিনিই ছিলেন পর্যবেক্ষক। তাঁকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়ার পরই এইসব অভিযোগ করছেন।

বিজেপিতে এসে সবকথা মনে পড়ছে কেন, পাল্টা তোপ

বিজেপিতে এসে সবকথা মনে পড়ছে কেন, পাল্টা তোপ

কুণাল আরও বলেন, শুভেন্দুকে যে সমস্ত জায়গার দায়িত্ব দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেইসব জায়গা তাঁর চোখ দিয়েই দেখতেন। তখন যদি কোনও সমস্যা চোখে পড়ে থাকে, তা বলেনি কেন? এখন বিজেপিতে এসে তাঁর সবকথা মনে পড়ছে। নির্বাচনে হার নিশ্চিত জেনেই মিথ্যা অভিযোগ করছেন শুভেন্দু।

কয়লা-কাণ্ডে সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল

কয়লা-কাণ্ডে সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল

কয়লা-কাণ্ডে সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল হয়েছে। সেখানে অভিযুক্ত বিনয় মিশ্র ও কয়লা ব্যবসায়ী গণেশ বাগারিয়ার সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে নিয়ে বারবার অভিযোগ উঠেছে। আমি এতদিন অভিযোগ করে এসেছি। আজ তা সত্যি হয়েছে। দায় এড়াতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়ও।

কয়লা-কাণ্ড হিমশৈলের চূড়ামাত্র, ধৃতরাষ্ট্র মমতা

কয়লা-কাণ্ড হিমশৈলের চূড়ামাত্র, ধৃতরাষ্ট্র মমতা

শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন দিদি ছিলেন, ততদিন আমরা তাঁর সঙ্গে ছিলাম। কিন্তু তিনি দিদি থেকে যেদিন পিসি হলেন, তখনই আমরা সরে গেলাম। শুধু শুভেন্দু নন, দীনেশ ত্রিবেদীও বলেন, তৃণমূল সরকারের আমলে দুর্নীতিতে এই কয়লা-কাণ্ড হিমশৈলের চূড়ামাত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতেন, বসেছিলেন ধৃতরাষ্ট্র হয়ে।

মমতা দিদি থেকে পিসি হতেই তৃণমূল ছেড়েছেন! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে বাণ শুভেন্দুরমমতা দিদি থেকে পিসি হতেই তৃণমূল ছেড়েছেন! কয়লা-কাণ্ডের দায় চাপিয়ে বাণ শুভেন্দুর

English summary
Kunal Ghosh explains Suvendu Adhikari is tenant slanderer against his complains
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X