For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট না ফুরোতেই খেলা শেষ! তৃণমূল কটি আসন পাবে এবার, দিলীপের পাল্টা দিলেন কুণাল

ভোট এখনও শেষ হয়নি। এখনও দু-দফার ভোট বাকি বাংলায়। তার আগেই খেলা শেষের বার্তা দিয়ে দিল দু-পক্ষই। ষষ্ঠ দফা ভোট শেষে বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন খেলা শেষ।

Google Oneindia Bengali News

ভোট এখনও শেষ হয়নি। এখনও দু-দফার ভোট বাকি বাংলায়। তার আগেই খেলা শেষের বার্তা দিয়ে দিল দু-পক্ষই। ষষ্ঠ দফা ভোট শেষে বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন খেলা শেষ। তৃণমূল হারছে, বিজেপি জিতছে। আর তার পাল্টা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রাখঢাক না করেই জানিয়ে দিলেন কত আসন পাচ্ছে তৃণমূল।

খেলা শেষের বার্তা দিলীপ ও কুণালের

খেলা শেষের বার্তা দিলীপ ও কুণালের

বাংলায় ভোট শেষের আগেই তৃণমূল ও বিজেপি দু-পক্ষই খেলা শেষের বাঁশি বাজিয়ে ফলাফল ঘোষণা করে দিচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছিলেন, বিজেপি জিতে গিয়েছে ১৬০টি আসন পেয়ে গিয়েছে বিজেপি। তাই তৃণমূলের খেলা শেষ। এবার ফেসবুক পেজে কুণাল ঘোষ জানালেন এবার মোট কতগুলি আসন পেতে চলেছে তৃণমূল।

ফুটবল স্কোর বোর্ডে কে কত আসন

নিজের ফেসবুক পেজে ফুটবল স্কোর বোর্ডের ছবি দিয়ে তৃণমূল ও বিজেপির ফলাফল 'ঘোষণা' করেছেন কুণাল ঘোষ। স্কোর বোর্ডের বাঁদিকে তৃণমূল, ডানদিকে বিজেপি। তৃণমূলের নিচে লেখা ২২৮ আর বিজেপির নিচে লেখা ৪৯। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন এবার নির্বাচনে তৃণমূল ২২৮টি আসন পেতে চলেছে। আর বিজেপি ৪৯।

চক্রান্ত আর কুৎসার খেলা শেষ বিজেপির

চক্রান্ত আর কুৎসার খেলা শেষ বিজেপির

ফেসবুকে পোস্টের এই স্কোরবোর্ডের ছবিতে একটি ফুটবলের ছবি দেওয়া আছে। তার বাম পাশে লেখা- খেলা শেষ। আর ডান পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হাতজোড় করা ছবি। লেখা হয়েছে ক্যাপশনও। ক্যাপশনে লেখা- করোনায় গোটা দেশকে ডুবিয়ে ছেড়েছে বিজেপি। সংক্রমণে বিশ্বের এক নম্বর ভারত। বাংলার মাটিতে তাদের চক্রান্ত আর কুৎসার খেলা শেষ।

৪২-এ ৪২ ভুলিনি, দিলীপকে নকল কুণালের

৪২-এ ৪২ ভুলিনি, দিলীপকে নকল কুণালের

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের এই পোস্টটির পর কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। একজন লিখেছেন- ক্যাপ্টেন যেদিকে থাকে সেইটাই সেই দলের রেজাল্ট। এডিট করতে গিয়ে টিমের নামটা ওলটপালট হয়ে গিয়েছে বোধহয়। একজন লিখেছেন ৪২-এ ৪২ আমরা ভুলিনি। আবার একজন দিলীপ ঘোষকে নকল করা নিয়ে কটাক্ষ করেছেন।

দিলীপও বার্তা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়

দিলীপও বার্তা দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়

দিন দুই আগে বিজেপির রাজ্য সভাপতিও ফুটবল স্কোরবোর্ডের ছবি দিয়ে খেলা শেষের বার্তা দিয়েছিলেন। স্কোর না দিলেও লিখেছিলেন তৃণমূল হারছে আর বিজেপি জিতছে। তবে মুখে বলেছিলেন ষষ্ঠ দফায় ৩৫টি আসন পাওয়ার কথা। তার আগে পঞ্চম দফা পর্যন্ত ১৮০-র মধ্যে ১২৫টি আসন পাওয়ার কথা বলেছিলেন।

English summary
Kunal Ghosh demands how many seats TMC will win and how many BJP in Bengal Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X