For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে বিজেপি, ২১ ডিসেম্বর নিয়ে সাবধান করলেন কুণাল

তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে বিজেপি, ২১ ডিসেম্বর নিয়ে সাবধান করলেন কুণাল

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারীর ডিসেম্বর সাসপেন্স নিয়ে আবারও সরব হলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দুর হুঙ্কারের পাল্টা প্রতিক্রিয়ায় কুণাল বলেন, তারিখ ঘোষণা করে মৃত্যু ডেকে আনছে বিজেপি। তাই ২১ ডিসেম্বরের আগে সাবধান।

কাল সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন

কাল সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন

কুণাল ঘোষ এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তারিখ ঘোষণা নিয়ে কটাক্ষ করে বলেন, ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু হল। ১৪ ডিসেম্বর কম্বল নিতে গিয়ে মৃত্যু হল তিন জন নিরীহের। ১২, ১৪-র পর কাল শুভেন্দুর ২১ ডিসেম্বর। অতএব কাল সাবধানে বেরোবেন, বিজেপির থেকে দূরে থাকবেন।

১২ ও ১৪ ডিসেম্বর ইতিমধ্যেই কেটে গিয়েছে, এবার ২১শে

১২ ও ১৪ ডিসেম্বর ইতিমধ্যেই কেটে গিয়েছে, এবার ২১শে

শুভেন্দু অধিকারী বলেছিলেন ডিসেম্বরে ধামাকা হবে। সরকার পড়ে যাবে। তারপরে তিনি দিন নির্ধারণও করে দিয়েছিলেন। ডিসেম্বরের ১২, ১৪ ও ২১ ডিসেম্বরের কথা জানিয়ে তৈরি করেছিলেন মহাসাসপেন্স। তারপর ১২ ও ১৪ ডিসেম্বর ইতিমধ্যেই কেটে গিয়েছে। এই দুদিন কী ঘটেছে, তা সবাই জেনে গিয়েছে।

কাল কী হবে, তা আজ থেকে সাবধান করে দিলেন কুণাল

কাল কী হবে, তা আজ থেকে সাবধান করে দিলেন কুণাল

এবার সামনে ২১ ডিসেম্বর। আর কালই। তাই কাল কী হবে, তা আজ থেকে সাবধান করে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ১২ তারিখে একজনের মৃত্যু হল, ১৪ তারিখে কম্বল নিতে ডেকে তিনজনকে মেরে ফেলল। এবার ২১ ডিসেম্বর নিয়ে তাই ভয় হচ্ছে। কী হয়!

তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে

তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে

কুণাল ঘোষ বলেন, ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ফুটো কলসি বাজে বেশি। কাল সবাই সাবধানে থাকবেন। বিজেপি নেতাদের কাছে কেউ যাবেন না। এরা খুব বিপজ্জনক। তারিখ দিয়ে দিয়ে একটা করে মৃত্যু ডেকে আনছে। ফলে সবাই কাল বিজেপি থেকে একটু দূরে থাকবেন। বিজেপি বা বিজেপির শাখা সংগঠন যা আছে, তাদের থেকে সাবধানে থাকবেন। ঠাকুর ঠাকুর করে বেরোবেন।

কুণাল ঘোষের পাল্টা বিজেপির মুখপাত্র যা বললেন

কুণাল ঘোষের পাল্টা বিজেপির মুখপাত্র যা বললেন

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, বিজেপির কাছে এসে খুব একটা লাভ হবে না। তৃণমূলের যাঁরা গভীর রাতে বিজেপির কাছে আসতে চাইছেন, জানলা দিয়ে উঁকি মারছেন, পশ্চিমবঙ্গে না পেরে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কাছে আসতে চাইছে, তাঁরা দূরেই থাকুন। বিজেপি তাঁদের দূরেই রাখবে। প্রকৃতির খামখেয়ালিপনা আছে, প্রকৃতির উপর কারও জোর খাটে না, নিম্নচাপ তৈরি হয়। পরিবেশের বৃত্ত অনেক সময় বড় হয়, অনেক সময় ছোটো হয়ে আসে। তাই বলি শীত পড়বে। প্রচন্ড শীত পড়বে। আর শীতের পরই বসন্তও খুব একটা পিছিয়ে থাকবে ন, পঞ্চায়েতের আগেই সেই বসন্ত আসবে।

কেমন আছেন? শুভেন্দুকে দেখেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী! কথা হল অমিত শাহের সঙ্গেও কেমন আছেন? শুভেন্দুকে দেখেই খোঁজ নিলেন প্রধানমন্ত্রী! কথা হল অমিত শাহের সঙ্গেও

English summary
Kunal Ghosh bewares all from BJP before 21 December after Suvendu Adhikari’s suspense date fixing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X