For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামফ্রন্ট আর ফিরতে পারবে না ক্ষমতায়! খোদ বাম-মন্ত্রীর মুখেই আশঙ্কার বাণী

বামপন্থীদের জন্য খুব খারাপ খবর দিলেন বিগত বামফ্রন্ট মন্ত্রিসভারই এক সদস্য। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এই মুহূর্তে বামফ্রন্টের ক্ষমতায় ফেরার কোনও সম্ভাবনাই নেই।

  • |
Google Oneindia Bengali News

বামপন্থীদের জন্য খুব খারাপ খবর দিলেন বিগত বামফ্রন্ট মন্ত্রিসভারই এক সদস্য। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, এই মুহূর্তে বামফ্রন্টের ক্ষমতায় ফেরার কোনও সম্ভাবনাই নেই। বর্ধমানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে বামফ্রন্ট মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ক্ষিতি গোস্বামী প্রকাশ্যেই বামফ্রন্টের সমালোচনা করেন। সমালোচনায় বিদ্ধ করেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারেরও।

বামফ্রন্ট আর ফিরতে পারবে না ক্ষমতায়! খোদ বাম-মন্ত্রীর মুখেই আশঙ্কার বাণী

শনিবার বর্ধমানে বংলা গভর্নমেন্ট পেনসনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলনে যোগ দেন ক্ষিতিবাবু। তাঁর সঙ্গে ছিলেন আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরীও। এই অনুষ্ঠানে ক্ষিতিবাবু বলেন, 'আগামী কয়েক বছরের মধ্যে বামপন্থীদের ক্ষমতায় ফেরার কোনও সম্ভাবনাই নেই। বর্তমানে রাজ্যে বামেদের পরিস্থতি আদৌ আশাব্যাঞ্জক নয়।'

তিনি বলেন, 'রাজ্যে একটা বড় ঝড় চলছে। সেই ঝড়ে বামপন্থীরা ধরাশায়ী হয়ে গিয়েছে। বেশ কিছু নেতা বেশ বড় ধরনের চোট পেয়েছেন। সেই চোট এত সহজে সারার নয়। সেই চোট সারিয়ে উঠতে যথেষ্ট সময় লাগবে, ততদিন অপেক্ষা করতেই হবে তাঁদের।' এ প্রসঙ্গে তাঁর আক্ষেপ, 'এই চোট সারিয়ে কবে বামপন্থীরা ফের কবে উঠে দাঁড়াবে, তা বোধহয় তিনি দেখে যেতে পারবেন না।'

বামফ্রন্ট আর ফিরতে পারবে না ক্ষমতায়! খোদ বাম-মন্ত্রীর মুখেই আশঙ্কার বাণী

বাম সরকারের একাধিক নীতি নিয়ে তিনি এদিন কঠোর সমালোচনা করেন। বর্তমানেও তাঁদের অবস্থান সঠিক নেই। তাঁপ খেসারত দিতে হচ্ছে বামপন্থীদের। বামপন্থীরা সঠিক ইস্যুতে আন্দোলন করতে পারছে না। সেই আন্দোলনকে নির্দিষ্ট মাত্রায় পৌঁছতেও পারছে না। বামপন্থীরা এখন ঘুরে দাঁড়ানোর জন্য উদগ্রীব।

একইসঙ্গে তিনি তৃণমূল সরকারেরও সমালোচনা করেন। বলেন, 'বাম আমলেও সরকারিকর্মী ও অবসরপ্রাপ্তদের উপর কোপ পড়েছে। তৃণমূলের আমলেও সেই ধারা বর্তমান। বাম আমল থেকেই আরএসপি এই বিষয়ে আন্দোলন করে যাচ্ছে। আজও তারা আন্দোলনের ধারা বজায় রেখেছে।'

English summary
RSP’s minister Kshiti Goswami says that there is no possibility of returning of the Left Front in power,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X