For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ফের গোটা দেশকে তাক লাগাতে চলেছে! জলের নিচে ভারতের প্রথম মেট্রো নিয়ে টুইট রেলমন্ত্রীর

ফের একবার গর্বের ইতিহাস লিখতে চলেছে কলকাতা। কল্লোলিনী তিলোত্তমার মুকুটে জুড়ছে 'আশ্চর্য' এর আরে এক পালক। এবার দেশের মধ্যে প্রথম জলের নিচের মেট্রো রেল ভারতে চালু হতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার গর্বের ইতিহাস লিখতে চলেছে কলকাতা। কল্লোলিনী তিলোত্তমার মুকুটে জুড়ছে 'আশ্চর্য' এর আরে এক পালক। এবার দেশের মধ্যে প্রথম জলের নিচের মেট্রো রেল ভারতে চালু হতে চলেছে। আর সেই মেট্রো দেশে প্রথমবার চালু হবে কলকাতায়। দেশে এই ইতিহাসের সূচনা এবার বাঙালির প্রাণকেন্দ্র কলকাতার হাত ধরেই হতে চলেছে।

বাংলা ফের গোটা দেশকে তাক লাগাতে চলেছে! জলের নিচে ভারতের প্রথম মেট্রো নিয়ে টুইট রেলমন্ত্রীর

বিষয়টি নিয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই এই জলের নিচের মেট্রো সম্পর্কে যাবতীয় তথ্য প্রদান করেন তিনি। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে, হুগলি নদীর নিচ দিয়ে চলছে কলকাতা মেট্রো। কেন্দ্রীয় সরকারের এই প্রজেক্ট ঘিরে মোদী সরকারের অবদানের কথাও ভিডিওতে তুলে ধরা হয়েছে। এই গোটা প্রকল্পটিই প্রযুক্তি ও আধুনিক বাস্তুবিজ্ঞানের নির্দশন বলে দাবি করা হয়েছে সেই ভিডিওতে।

জলের নিচে এই মেট্রোর যাত্রাপথ ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ব্যাপকভাবে করা হয়েছে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। যাতে যাত্রীদের কোনও রকমের সমস্যা না হয় সেদিকে নজর দিয়ে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার। সবমিলিয়ে খুব তাড়াতাড়িই কলকাতা পেতে চলেছে গর্বের আরও অধ্যায় এই মেট্রোর গতিপথ ঘিরে।

[বন্যার কবলে দক্ষিণ ভারত, বিধ্বস্ত জনজীবন, দেখুন ফটোগ্যালারি]

English summary
Kolkata to get India's First ever under water Metro , here is the video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X