For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের উহানকেই ‘আদর্শ’ মানছে কলকাতা, জেট-স্প্রেকে হাতিয়ার করে শুরু করোনা মোকাবিলা

চিনের উহানকেই ‘আদর্শ’ মানছে কলকাতা, জেট-স্প্রেকে হাতিয়ার করে শুরু করোনা মোকাবিলা

Google Oneindia Bengali News

নভেল করোনা রুখতে চিনের উহানকেই আদর্শ করছে কলকাতা। কলকাতা এবার ঝাঁপাচ্ছে সংক্রমণ রুখতে। সেজন্য চিনের উহানের মতো রাসাটনিক স্প্রে করার উদ্যোগ নেওয়া হল কলকাতার রাস্তায়। মঙ্গলবার থেকেই মহানগরে নেমে পড়েছে ২০টি জেট-স্প্রে মেশিন। এই মেশিন দিয়ে জীবাণুনাশক রাসায়নিক স্প্রে করা হবে।

করোনার আঁতুড়ঘর উহানের পদ্ধতি প্রয়োগ কলকাতায়

করোনার আঁতুড়ঘর উহানের পদ্ধতি প্রয়োগ কলকাতায়

ঠিক এই পদ্ধতি মেনেই করোনার আঁতুড়ঘর উহানকে করোনামুক্ত করতে সমর্থ হয়েছিল চিন। এবার সেই পদ্ধতি প্রয়োগ করে কলকাতাকে করোনা থেকে দূরে রাখতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এমন কোনও পদ্ধতি নেই যে প্রয়োগ করা হচ্ছে না রাজ্যে। সমস্তরকম সচেতনতামূলক ব্যবস্থা, সতর্কীকরণ করা হয়েছে।

জেট স্প্রে মেশিনের পাশাপাশি নামছে ফগিং মেশিনও

জেট স্প্রে মেশিনের পাশাপাশি নামছে ফগিং মেশিনও

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, জেট স্প্রে মেশিন তো নামানো হচ্ছেই, সেই সঙ্গে বিভিন্ন ধরনের ফগিং মেশিন দিয়েই স্প্রে করা হচ্ছে এলাকাকে ভাইরাস মুক্ত রাখতে। পুরসভা কর্মীরা রাতদিন এক করে কাজ করছেন। তিনি জানান, নিয়মিত মহানগরের জায়গা বেছে নিয়ে রাসায়নিক স্প্রে করা হবে।

জলের সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে স্প্রে

জলের সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে স্প্রে

রাজ্যসভার সাংসদদের তহবিলে ২০টি জেট স্প্রে কেনা হয়েছিল। সেই গাড়ি কেনা হযেছিল মূলত রাজপথ দোওয়া এবং রাস্তায় ডিভাইডারে লাগানো গাছে জল দেওয়ার জন্য। এবার সেই মেশিনকেই করোনা সংক্রমণ রুখতে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গাড়ির জলে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশিয়ে স্প্রে করা হবে।

বাঙ্গুর, এসএসকেএম, বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ শুরু

বাঙ্গুর, এসএসকেএম, বেলেঘাটা আইডি হাসপাতালে কাজ শুরু

পুরসভা সূত্রে জানানো হয়েছে, এদিন থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে। বাঙ্গুর, এসএসকেএম, বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় জেট-স্প্রে জলের গাড়ি ভাইরাস ধ্বংসে কাজ করতে শুরু করেছে। কলকাতা পুরসভা ফগিং মেশিন দিয়েও বিভিন্ন এলাকায় ভাইরাস ধ্বংসের কাজ করছে।

English summary
Kolkata starts action to stop coronavirus infection with jet spray in style of Uhan. 20 jet spray do work avoid coronavirus in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X