For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা পুলিশের, উঠছে নানা প্রশ্ন

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে বিতর্ক যেন থামছে না। নতুন করে বিতর্ক শুরু হয়েছে কলকাতা পুলিশের মামলা দায়ের করার পরে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে বিতর্ক যেন থামছে না। নতুন করে বিতর্ক শুরু হয়েছে কলকাতা পুলিশের মামলা দায়ের করার পরে। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে সরকারি তরফে দাবি করা হয়েছে। বাকী দুজনের খোঁজ মেলেনি। তাঁরা ব্রিজের নিচে চাপা পড়ে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তুপ সরানোর কাজ চলছে। তা সরলেই জানা যাবে নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা।

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা পুলিশের

এসবের মাঝেই পুলিশের ডিসি সাউথ মীরজ খালিদ জানিয়েছিলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। ব্রিজের আবর্জনা সরানোর কাজও পুরোদমে চলছে বলে জানান তিনি।

[আরও পড়ুন:উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও][আরও পড়ুন:উদ্ধার কাজে প্রশাসনকে সার্টিফিকেট মমতার! ধন্যবাদ কাঞ্চনজঙ্ঘাকেও]

এর কিছুক্ষণ পরে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ মামলা স্বতঃপ্রণোদিত হয়ে আলিপুর থানায় মামলা দায়ের করেছে। ৩০৪, ৩০৮, ৪২৭ ও ৩৪ নম্বর ধারায় মামলা হয়েছে। মূলত রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থার বিরুদ্ধেই মামলা হয়েছে। তবে তাঁরা কারা সেই সম্পর্কে ধন্দ রয়ে গিয়েছে।

[আরও পড়ুন: নেহরুর দাঁতের ডাক্তারের পুত্র হচ্ছেন পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি][আরও পড়ুন: নেহরুর দাঁতের ডাক্তারের পুত্র হচ্ছেন পাকিস্তানের নতুন রাষ্ট্রপতি]

ঘটনা হল, এই ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে রেল ও পূর্ত দফতরের মধ্যে দড়ি টানাটানি চলছে। একে অপরকে দোষারোপ করে নিজেদের দোষ ঝেড়ে ফেলতে চাইছে বলে অভিযোগ উঠেছে। পূর্ত মন্ত্রী ফিরহাদ হাকিম ব্রিজের পাশে মেট্রোর পাইলিংয়ের কাজকে ঘুরিয়ে দায়ী করেছিলেন। পরে মেট্রো রেল বিবৃতি দিয়ে নিজেদের সমস্ত দায় অস্বীকার করেছে। এই অবস্থায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টা, ভাঙচুর, একযোগ হয়ে ষড়যন্ত্রের অভিযোগ পুলিশ কাদের বিরুদ্ধে আনল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

[আরও পড়ুন: 'আসবেন তিনিই যাকে বাবা ডাকবেন', কৈলাস মানস সরোবর থেকে বার্তা রাহুলের ][আরও পড়ুন: 'আসবেন তিনিই যাকে বাবা ডাকবেন', কৈলাস মানস সরোবর থেকে বার্তা রাহুলের ]

English summary
Kolkata's Majerhat bridge collapse : Suo-motu case registered at Alipur police station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X