For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা সংক্রমণের পাহাড়ে! শহরতলি থেকে করোনা ছড়াচ্ছে জেলাগুলিতেও, একনজরে পরিসংখ্যান

কলকাতায় করোনার সংক্রমণের পাহাড়ে চড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কলকাতার পর শহরতলি ও জেলাগুলিতেও করোনা সংক্রমণ বাড়ছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় করোনার সংক্রমণের পাহাড়ে চড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কলকাতার পর শহরতলি ও জেলাগুলিতেও করোনা সংক্রমণ বাড়ছে। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা তো সংক্রমিত হচ্ছেই, সংক্রমণ ঊর্ধ্বমুখী বাইরের জেলাগুলিতেও।

কলকাতা সংক্রমণের পাহাড়ে! করোনা ছড়াচ্ছে জেলাগুলিতেও

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিনও সাড়ে ৬ হাজারের উপরে। ফলে সক্রিয়ের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৩৭ হাজারেও উপরে। ৩৫১০ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৩৭৩১৫। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২৪৭৭ জন বেড়ে হয়েছে ১৯৫০৫। হাওড়ার করোনা সক্রিয় ১১৭৫ জন বেড়ে ৮২৪৮। হুগলির করোনা সক্রিয়ও ৫১১৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫৪৭১ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৫১২৮। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩৩৮৬ বীরভূমে। সর্বনিম্ন ১১০ কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২১০৯৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৫৬৫জন। উত্তর ২৪ পরগনায় ৪০১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার পাশাপাশি শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৯৯৩১২। এদিন কলকাতায় ৬৫৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩৬৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৫৬৫৯২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩৭৩৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩০৪৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৬৬০৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০১৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫০৬১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪১৫২৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৫০৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৩৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৪৩৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১২৩৮৫ জন। হাওড়ায় আক্রান্ত ১১৪৯০৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮১৫ জন। হুগলিতে ১৩০৫ জন বেড়ে আক্রান্ত ৯৭০৬৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৭০ জন, কোচবিহারে ৬৬ জন, দার্জিলিংয়ে ২২৬ জন, কালিম্পংয়ে ২০ জন, জলপাইগুড়িতে ১৩৪ জন, উত্তর দিনাজপুরে ১৮১ জন, দক্ষিণ দিনাজপুরে ১২৮ জন, মালদহে ৫৪৪ জন, মুর্শিদাবাদে ৪৪৫ জন, নদিয়ায় ৩৮৫ জন, বীরভূমে ৬৮২ জন, পুরুলিয়ায় ২০৯ জন, বাঁকুড়ায় ২৫৬ জন, ঝাড়গ্রামে ১৫২ জন, পশ্চিম মেদিনীপুরে ৫১৪ জন, পূর্ব মেদিনীপুরে ২১৯ জন, পূর্ব বর্ধমানে ৬২২ জন, পশ্চিম বর্ধমানে ১১০৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus infection now spread also others district of West Bengal. Kolkata and adjacent districts increased anxiety for Coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X