For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়দিনের মাশুল! কলকাতার দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৪০০, বাড়ছে ওমিক্রন-উদ্বেগ

বড়দিনের মাশুল গুলতে হচ্ছে কলকাতাকে! বড়দিনে উৎসবের পরই কলকাতার দৈনিক করোনা সংক্রমণ এক লাফে বেড়ে হল প্রায় ৪০০। বাংলার ২৩ জেলার মোট সংক্রমণের মধ্যে অর্ধেক সংক্রমণ শুধু কলকাতায়।

  • |
Google Oneindia Bengali News

বড়দিনের মাশুল গুলতে হচ্ছে কলকাতাকে! বড়দিনে উৎসবের পরই কলকাতার দৈনিক করোনা সংক্রমণ এক লাফে বেড়ে হল প্রায় ৪০০। বাংলার ২৩ জেলার মোট সংক্রমণের মধ্যে অর্ধেক সংক্রমণ শুধু কলকাতায়। এর ফলে ওমিক্রন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে। বাংলা কি আবার করোনার কোপে পড়তে চলেছে তবে!

বড়দিনের মাশুল! কলকাতার দৈনিক করোনা সংক্রমণ প্রায় ৪০০

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যাও বেড়েছে লাফিয়ে। ২৬৫০ পার হয়ে গিয়েছে কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা। ১৩৫ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ২৬৬৩-এ পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২৩ কমে এদিন ১২৪৫ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৪৭৭। হুগলির করোনা সক্রিয়ও ৫১৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৫০২ হয়েছে। বাকি ১৮ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩১৬ নদিয়ায়। সর্বনিম্ন ১৯ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৯ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ২ জেলায়। ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৫২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮২ জন। উত্তর ২৪ পরগনায় ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ৪০০-এর সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিনও ১০০-র ঠিক উপরেই।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৩৪১৮৩। এদিন কলকাতায় ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৬২১২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৬৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৫ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৬১৩৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০২ জন। মৃত্যু হয়েছে মোট ৫০১০ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৯৮৮০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১২৪৫ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৩৯৭৬ জন। হাওড়ায় আক্রান্ত ১০১৫১৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৮ জন। হুগলিতে ৪১ জন বেড়ে আক্রান্ত ৮৯২৭৫ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ১ জন, দার্জিলিংয়ে ১৮ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৯ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ৪ জন, মালদহে ৭ জন, মুর্শিদাবাদে ৮ জন, নদিয়ায় ১২ জন, বীরভূমে ৩ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ২ জন, ঝাড়গ্রামে ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪ জন, পূর্ব মেদিনীপুরে ৩ জন, পূর্ব বর্ধমানে ৭ জন, পশ্চিম বর্ধমানে ২৫ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus infection increased almost 400 after celebration of Christmas day. Kolkata increased anxiety of Omicron spreading.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X