For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার সক্রিয় ৫০ হাজারের দোরগোড়ায়! ২২ জেলার দৈনিক সংক্রমণ ১০০-র উপরে

কলকাতার সক্রিয় ৫০ হাজারের দোরগোড়ায়! ২২ জেলার দৈনিক সংক্রমণ ১০০-র উপরে

  • |
Google Oneindia Bengali News

কলকাতার সক্রিয় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দৈনিক আক্রান্তের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সক্রিয়ের সংখ্যা। ইতিমধ্যেই সক্রিয় ৫০ হাজারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে শহর কলকাতায়। কলকাতা-সহ ২২ জেলার দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০-র উপরে উঠে গিয়েছে। কলকাতার পর শহরতলি ও জেলাগুলিতেও করোনা সংক্রমণ বাড়ছে। শহরতলির জেলাগুলিতে সংক্রমণ হাজারের উপরে। একটি জেলা বাদে ২২ জেলায় ১০০-র উপরে সংক্রমণ।

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিনও সাড়ে ৬ হাজারের উপরে। ফলে সক্রিয়ের সংখ্যাও বাড়ছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৫০ হাজারের সামান্য নিচে। ৩৮৬৯ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৪৯১৬৮। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২৩৩০ জন বেড়ে হয়েছে ২৭৭৬৯। হাওড়ার করোনা সক্রিয় ৫৮৫ জন বেড়ে ১০১৯৫। হুগলির করোনা সক্রিয়ও ৭৬৮৯ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৮৪৩২ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৭০৯০। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৫১৩৪ বীরভূমে। সর্বনিম্ন ২২৪ কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ২২৬৪৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮৬৭ জন। উত্তর ২৪ পরগনায় ৪০১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার পাশাপাশি তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী সংক্রমণ বাকি জেলাতেও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪২০০০৭। এদিন কলকাতায় ৬৮৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩৮৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৬৫৪৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯১৬৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৯৯১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৭৯১৬৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪০১৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫০৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪৬৩১৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৭৭৬৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬৮০ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১৫৩৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৬৭২৮ জন। হাওড়ায় আক্রান্ত ১১৮৭৭৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২২৩ জন। হুগলিতে ১৩৯৪ জন বেড়ে আক্রান্ত ১০০৮৯২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১১২ জন, কোচবিহারে ১২৪ জন, দার্জিলিংয়ে ৫৯৬ জন, কালিম্পংয়ে ৮০ জন, জলপাইগুড়িতে ২১৬ জন, উত্তর দিনাজপুরে ২২১ জন, দক্ষিণ দিনাজপুরে ২০২ জন, মালদহে ৬৪৮ জন, মুর্শিদাবাদে ৩৯০ জন, নদিয়ায় ৮১৬ জন, বীরভূমে ৯৮৪ জন, পুরুলিয়ায় ২২৬ জন, বাঁকুড়ায় ৩৬৫ জন, ঝাড়গ্রামে ২০১ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৭৯ জন, পূর্ব মেদিনীপুরে ২৪৬ জন, পূর্ব বর্ধমানে ৭৬৭ জন, পশ্চিম বর্ধমানে ৯৩৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus infection almost 7000 and others district’s infection also increased. Kolkata and adjacent district’s infection over four digits,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X