For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তে সক্রিয় প্রায় ১০ হাজার, বাংলার ২৩ জেলা একনজরে

কলকাতার দৈনিক সংক্রমণ ৩০০০ ছুঁই ছুঁই! সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার করোনা সক্রিয় বেড়ে ১০ হাজার পেরিয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

কলকাতার দৈনিক সংক্রমণ প্রায় ৩০০০। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতার করোনা সক্রিয় বেড়ে ১০ হাজার পেরিয়ে গিয়েছে। কলকাতার পিছু পিছু সংক্রমণ বাড়ছে শহরতলির জেলা উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনারও। শহরতলির বাইরে পশ্চিম বর্ধমান জেলার সংক্রমণও বেশ ঊর্ধ্বমুখী। বেড়েছে বীরভূম ও নদিয়ার সংক্রমণও।

কলকাতার দৈনিক সংক্রমণের বাড়বাড়ন্তে সক্রিয় প্রায় ১০ হাজার

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিনও প্রায় তিন হাজারের গায়ে। ফলে সক্রিয়ের সংখ্যাও বেড়েছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজার ছুঁয়েছে। ১৩৪৮ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৬৪৪২-এ পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৫৯৭ বেড়ে এদিন ৩২৫৮ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ৪২৫ জন বেড়ে ১৮২৮। হুগলির করোনা সক্রিয়ও ৯৪৪ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৯৪১ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৯০০। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৪২২ নদিয়ায়, ৪৪৪ বীরভূমে। সর্বনিম্ন ২২ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৭ জেলায়। ৬ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ১ জেলায়, ৪০০-র উপরে ২ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০৭৮। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৮০১ জন। উত্তর ২৪ পরগনায় ১০৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ৩০০০-র সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিন ১০০০-এর উপরে।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৪৬১৬০। এদিন কলকাতায় ২৮০১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩২৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩১০১৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৯৮১৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৪৪৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৯৮৩০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০৫৭ জন। মৃত্যু হয়েছে মোট ৫০২৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩১৫৪৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৩২৫৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৫৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৫৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৫০০৪ জন। হাওড়ায় আক্রান্ত ১০৩৬৫২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। হুগলিতে ৩৪০ জন বেড়ে আক্রান্ত ৯০২৬৬ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১ জন, কোচবিহারে ১৪ জন, দার্জিলিংয়ে ৪১ জন, কালিম্পংয়ে ৭ জন, জলপাইগুড়িতে ১৪ জন, উত্তর দিনাজপুরে ৩ জন, দক্ষিণ দিনাজপুরে ১১ জন, মালদহে ৫৪ জন, মুর্শিদাবাদে ৪৮ জন, নদিয়ায় ১২৪ জন, বীরভূমে ১৫৬ জন, পুরুলিয়ায় ১৯ জন, বাঁকুড়ায় ৩২ জন, ঝাড়গ্রামে ১৫ জন, পশ্চিম মেদিনীপুরে ৫৭ জন, পূর্ব মেদিনীপুরে ৩৬ জন, পূর্ব বর্ধমানে ৪৩ জন, পশ্চিম বর্ধমানে ২৮২ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus infection almost 3000 and active cases over 8 thousand. Kolkata and adjacent districts increased anxiety for Coronavirus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X