For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ করোনামুক্ত! মাত্র ৩ জেলায় দুই অঙ্কে দৈনিক সংক্রমণ

কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ করোনামুক্ত হল সোমবার। তবু উদ্বেগ কমার লক্ষণ নেই। কারণ এদিন করোনার দৈনিক পরীক্ষা কমা হওয়ায় কলকাতা-সহ বাংলার সর্বত্রই সংক্রমিতের সংখ্যা কম।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ করোনামুক্ত হল সোমবার। তবু উদ্বেগ কমার লক্ষণ নেই। কারণ এদিন করোনার দৈনিক পরীক্ষা কমা হওয়ায় কলকাতা-সহ বাংলার সর্বত্রই সংক্রমিতের সংখ্যা কম। কলকাতাতেও করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে দু-হাজারের নিচে নেমে এসেছে। তবে বাংলার মাত্র ৩ জেলায় দুই অঙ্কে সীমাবদ্ধ রয়েছে দৈনিক সংক্রমণ।

কলকাতায় আক্রান্তের তুলনায় দ্বিগুণ করোনামুক্ত! তবু উদ্বেগ

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিন ২ হাজারের নিচে নেমেছে। সক্রিয়ের সংখ্যা নেমেছে ৫০ হাজারের নিচে। ১৬৭৪ জন কমে কলকাতার সক্রিয় সংখ্যা ৪৯৮৪১ হয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ২২৫ জন কমে হয়েছে ২৯৯৫৩। হাওড়ার করোনা সক্রিয় ১০৩০৫। হুগলির করোনা সক্রিয় ৮৪৫৫ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৯৩৫৯ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৭৪৯৪। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৬১৭৩ বীরভূমে। সর্বনিম্ন ৩০২ কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৯৮৩৫। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ১৮৭৯ জন। উত্তর ২৪ পরগনায় ১৮৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের দু-হাজারের নিচে নেমে গেল। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার সংক্রমণও দু-হাজারের নিচে। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা নেমেছে। তালমলিয়ে সংক্রমণ কমেছে বাকি জেলাতেও। তা সম্ভব হয়েছে পরীক্ষা কম হওয়ার কারণেই।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪৩০৬১০। এদিন কলকাতায় ১৮৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪২০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৭৫৩৪৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৪৯৮৪১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৫৪৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮৭০৮৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৬৩ জন। মৃত্যু হয়েছে মোট ৫১০৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৫২০২৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৯৫৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২০৭৭ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ৪০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৯৪৪২ জন। হাওড়ায় আক্রান্ত ১২০৯৪২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪৭৯ জন। হুগলিতে ৫৫২ জন বেড়ে আক্রান্ত ১০৩২৬১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৬৩ জন, কোচবিহারে ১৪৫ জন, দার্জিলিংয়ে ১৭৩ জন, কালিম্পংয়ে ১৩ জন, জলপাইগুড়িতে ৭৬ জন, উত্তর দিনাজপুরে ২৯০ জন, দক্ষিণ দিনাজপুরে ২০৩ জন, মালদহে ৩৩০ জন, মুর্শিদাবাদে ২৪২ জন, নদিয়ায় ৪৭০ জন, বীরভূমে ৫৬৪ জন, পুরুলিয়ায় ১৫৭ জন, বাঁকুড়ায় ২২০ জন, ঝাড়গ্রামে ১০১ জন, পশ্চিম মেদিনীপুরে ২২৫ জন, পূর্ব মেদিনীপুরে ৯৫ জন, পূর্ব বর্ধমানে ৪৭৩ জন, পশ্চিম বর্ধমানে ৩৬৯ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus discharge number is double of daily infections. Only three district’s daily infections are two digits.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X