For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ৫০ হাজার, উত্তর ২৪ পরগনায় ৩০ হাজার! ২৩ জেলার সংক্রমণ ও সক্রিয় একনজরে

কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল, তালমিলিয়ে উত্তর ২৪ পরগনার সক্রিয়ের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই। ২৩ জেলাতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেল, তালমিলিয়ে উত্তর ২৪ পরগনার সক্রিয়ের সংখ্যা প্রায় ৩০ হাজার ছুঁই ছুঁই। ২৩ জেলাতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সক্রিয়ের সংখ্যা। দৈনিক সংক্রমণের সঙ্গে তালমিলিয়ে সক্রিয় বাড়ছে। তিন জেলা বাদ দিয়ে ২০ জেলার করোনা সক্রিয় হাজারের উপরে উঠে গিয়েছে।

কলকাতায় ৫০ হাজার, উত্তর ২৪ পরগনায় ৩০ হাজার সক্রিয়

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা এদিনও ৫ হাজারের নিচে নেমেছে ঠিকই, কিন্তু সক্রিয়ের সংখ্যাও পৌঁছে গিয়েছে শিখরে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা বর্তমানে ৫০ হাজারের উপরে উঠে গিয়েছে। ১৭২২ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৫০৯০১। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ১৭৪৩ জন বেড়ে হয়েছে ২৯৫১২। হাওড়ার করোনা সক্রিয় ১০৫৫৬। হুগলির করোনা সক্রিয় ৮২৭৫ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৯১৮৩ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৭৪৯৯। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৫৬১১ বীরভূমে। সর্বনিম্ন ২৫৩ কালিম্পংয়ে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯০৬৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৪৮৩১ জন। উত্তর ২৪ পরগনায় ৩৪৯৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার পাশাপাশি তালমিলিয়ে বাড়ছে উত্তর ২৪ পরগনাতেও। শহরতলির জেলাগুলিতেও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী সংক্রমণ বাকি জেলাতেও।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৪২৪৮৩৮। এদিন কলকাতায় ৪৮৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৪০১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৬৮৫৩৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৫০৯০১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩০৮৬ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৮২৬৫৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৯৬ জন। মৃত্যু হয়েছে মোট ৫০৯১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৪৮০৫৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৯৫১২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭৪৩ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
হাওড়া আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে দক্ষিণ ২৪ পরগনাকে ছাড়িয়ে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৮২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৮০১০ জন। হাওড়ায় আক্রান্ত ১১৯৭৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১০০৩ জন। হুগলিতে ১০৭২ জন বেড়ে আক্রান্ত ১০১৯৬৪ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৯৮ জন, কোচবিহারে ১৩৭ জন, দার্জিলিংয়ে ৪৭৬ জন, কালিম্পংয়ে ৪৩ জন, জলপাইগুড়িতে ৩১৯ জন, উত্তর দিনাজপুরে ২৭৪ জন, দক্ষিণ দিনাজপুরে ২৪৫ জন, মালদহে ৭৫৩ জন, মুর্শিদাবাদে ৪৪৬ জন, নদিয়ায় ৭৩৯ জন, বীরভূমে ৮০০ জন, পুরুলিয়ায় ১৯৮ জন, বাঁকুড়ায় ৩৬৯ জন, ঝাড়গ্রামে ১৯০ জন, পশ্চিম মেদিনীপুরে ৪৫৮ জন, পূর্ব মেদিনীপুরে ২১৫ জন, পূর্ব বর্ধমানে ৭৬৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৫৭ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus active case over 50000 and Nort 24 Pargana almost 30000. Kolkata and adjacent four district’s infection across four digits.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X