For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দূষণে কম যায় না কলকাতাও, তিলোত্তমার বাতাসও মাত্রাছাড়া দূষিত, বলছে রিপোর্ট

বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে অবশ্য কলকাতা নেই। তাই বলে ব্যবস্থা না নিলে দুঃসময়ের খুব বেশি বাকী নেই।

  • |
Google Oneindia Bengali News

গতবছরের শেষে সমীক্ষায় উঠে এসেছিল যে ভারতের সবচেয়ে দূষিত শহরের তালিকায় কলকাতা একেবারে প্রথম সারিতে রয়েছে। যে খবর সামনে আসার পর হইচই পড়ে যায়। কলকাতা পুরসভা কোমর বেঁধে নেমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালনে ব্রতী হয়। কিছু অ্যাকশন প্ল্যান নেওয়া হবে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

দূষণে কম যায় না কলকাতাও, তিলোত্তমার বাতাসও মাত্রাছাড়া দূষিত

সেই অবস্থা ফিরতে কিছুটা সময় লাগবে ঠিকই। তবে পরিস্থিতি বেশ ভয়ঙ্করই হয়ে রয়েছে বলা চলে। নভেম্বর ও ডিসেম্বর মাসে বিশেষ করে মারাত্মক হারে বেড়ে গিয়েছে কলকাতার দূষণ।

নভেম্বরে তা ১৩৬.১ ও ডিসেম্বর মাসে ১৭৯.১ ছিল দূষণের মাত্রা। ফলে বোঝাই যাচ্ছে কলকাতার আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। ভারতের মেট্রো শহরগুলিতে এমনিতেই দূষণ বেশি হয়। তবে গত কয়েকবছরে কলকাতায় দূষণের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। যাতে লাগাম পড়াতে সরকার নেমে পড়েছে।

ঘটনা হল, দক্ষিণ এশিয়ার ২০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ১৮টিই ভারতে। এছাড়া একটি করে শহর রয়েছে পাকিস্তান ও বাংলাদেশে। এদেশের মধ্যে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন বা এনসিআর-এর অন্যতম বড় শহর গুরগাঁও বা গুরুগ্রামকে বলা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে দূষিত শহর। সাম্প্রতিকতম সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। গ্রিনপিস ও আইকিউ এয়ার এয়ার ভিস্যুয়ালের তথ্য বলছে, ভারতের অন্য শহরগুলিও খুব বেশি পিছিয়ে নেই দূষণ রোধে। পৃথিবীর বড় শহরগুলির মধ্যে সমীক্ষায় একেবারে প্রথমদিকের তালিকায় ভারতের শহরগুলির নাম ভরে গিয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত দশটি শহরের মধ্যে অবশ্য কলকাতা নেই। তাই বলে ব্যবস্থা না নিলে দুঃসময়ের খুব বেশি বাকী নেই। সবচেয়ে দূষিত দশ শহরের মধ্যে ভারতের সাতটি শহর হল - গুরগাঁও, গাজিয়াবাদ, ফরিদাবাদ, ভিওয়াদি, নয়ডা, পাটনা ও লখনৌ। এছাড়া চিনের হোটান ও পাকিস্তানের লাহোর ও ফয়সালাবাদ শহরের নাম দূষিত শহরের তালিকায় সবার ওপরে রয়েছে।

English summary
Kolkata's air pollution in surge, is also a area of concern for TMC govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X