For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঠাকুর দেখতে বেরিয়ে বেচাল করলেই কপালে নাচছে দুর্ভোগ, কী ব্যবস্থা পুলিশের জানেন কি

পুজোয় সাবধানে চলাফেরা করবেন! বিশেষ করে পুরুষ সমাজ। সামান্যতম বেচাল করেছেন কী, কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করে থাকবে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

পুজোয় সাবধানে চলাফেরা করবেন! বিশেষ করে পুরুষ সমাজ। সামান্যতম বেচাল করেছেন কী, কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করে থাকবে। ফলে পরে ভুল করার চেয়ে আগেই সতর্ক হোন। আর সতর্ক করুন পরিচিতদের। ভুল করে ভিড়ের মধ্যে কোনও মহিলার সঙ্গে বেচাল কিছু করলে একেবারেই ছাড় পাবেন না। প্যান্ডেলে ঠাকুর দেখার বদলে সোজা গারদে স্থান হতে পারে।

ঠাকুর দেখতে বেরিয়ে বেচাল করলেই কপালে নাচছে দুর্ভোগ

আলাদা করে কিছুই বোঝার উপায় নেই। মণ্ডপ থেকে আইনভঙ্গকারীদের টেনে বের করে নিয়ে যাবে পুলিশ। আসলে তাঁরা সাদা পোশাকের উর্দিধারী। বেশি বেচাল করলেই গারদ বাস একেবারে নিশ্চিত। এঁরা হলেন কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা বাহিনী '‌দ্য উইনার্স'।

মহিলা পুলিসকর্মীদের নিয়ে চলতি বছরের জুলাই মাসে তৈরি হয়েছে এই বিশেষ দলটি। উইনার্সের সদস্যরা রাস্তায় রাস্তায় স্কুটি বা বাইক চালিয়ে ঘুরবেন। নজর রাখবেন অলিগলি বা ভিড়ের ওপর। অভিযোগের অপেক্ষায় না থেকে অপরাধের গন্ধ পেলে নিজেরাই পৌঁছে যাবেন জায়গায়।

কলকাতা পুলিসের উপনগরপাল (‌দক্ষিণ)‌ মিরাজ খালিদ বলেন, '‌পুজোর দিনগুলিতে এঁরা কোথাও সাধারণ পোশাকে, আবার কোথাও উর্দি পরে নজর রাখবেন ভিড়ের ওপর। সিনিয়র অফিসাররা ছাড়াও স্থানীয় থানা এঁদের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। শপিং মল হোক বা পুজোমণ্ডপ বা কোনও খাবারের দোকান যেখানে মহিলারা বেশি সংখ্যায় যাবেন সেখানেই নজর রাখবে এই বাহিনী।

English summary
Kolkata police women team will keep surveillance during Durga Puja in city streets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X