For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করার উদ্যোগ পুলিশের

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া কাণ্ডের পর ওই এলাকায় যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়া কাণ্ডের পর ওই এলাকায় যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ট্রাফিক বিনীত গোয়েল নানা উপায়ের কথা বললেন। একে যাতায়াতের সমস্যা কমবে, সময় কম লাগবে বলে তিনি দাবি করেছেন।

মাঝেরহাট ব্রিজ কাণ্ডে যানজট সামলাতে ছোট রাস্তাগুলিকে জনপ্রিয় করার উদ্যোগ পুলিশের

এক্ষেত্রে দুর্গাপুর ব্রিজ, টালিগঞ্জ সার্কুলার রোডের মতো জনবহুল এলাকা ছেড়ে কিছু এলাকা রয়েছে যেখানে ট্রাফিকের চাপ কম রয়েছে সেখান দিয়ে আপাতত যাতায়াতের কথা কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে।

যেমন কেউ যদি বেহালা থেকে এসপ্ল্যানেডের দিকে আসতে চান, তাহলে যদি তারাতলা মোড় থেকে রামনগর হয়ে যদি কেউ গার্ডেনরিচ ফ্লাইওভার ধরেন তাহলে দূরত্ব বেশি হলেও ট্রাফিকের ততটা সমস্যা হবে না।

পুলিশের আবেদন, যদি ওই এলাকার ৩০ শতাংশ গাড়িও এই রাস্তা ধরে নেয় তাহলে অনেকটা সমস্যা কমে যাবে। আলাদা করে দুর্গাপুর ব্রিজ, টালিগঞ্জ সার্কুলার রোডের মতো জনবহুল এলাকায় চাপ কমে যাবে। হাইড রোডের কিছু সমস্যা রয়েছে, সেটিও সপ্তাহান্তের মধ্যেই শেষ হয়ে যাবে।

[আরও পড়ুন:২ হাজার টাকার নোট কি বাতিল হবে! কী দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর][আরও পড়ুন:২ হাজার টাকার নোট কি বাতিল হবে! কী দাবি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর]

এছাড়া কিছু নতুন রাস্তা পুলিশ খুঁজে বের করেছে। সেখান দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা যাতে মসৃণ গতিতে চলতে পারে সেই ব্যবস্থা করা হবে। তবে পুলিশের তরফে বলা হচ্ছে, যদি কম গুরুত্বপূর্ণ রাস্তাগুলি জনগণ আপাতত ব্যবহার করেন তাহলে সকলের সুবিধা হবে। যেমন মাঝেরহাট ব্রিজের পাশ দিয়েই একটি রাস্তা রয়েছে যেটি আমজনতাকে ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি সল্টলেক করুণাময়ীর দিক থেকে বেহালার রাস্তাটিকে ব্যবহার করলে যানযট কম হবে বলে পুলিশ দাবি করেছে। এভাবেই বেশ কিছু রাস্তার কথা বিনীত গোয়েল উল্লেখ করেছেন।

[আরও পড়ুন: রাহুলের ডাকে সাড়া দিলেন না মমতা, মোদী বিরোধিতায় তবু উত্তাল হবে গোটা দেশ][আরও পড়ুন: রাহুলের ডাকে সাড়া দিলেন না মমতা, মোদী বিরোধিতায় তবু উত্তাল হবে গোটা দেশ]

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কলকাতা পুলিশ মালবহনকারী গাড়িগুলির শহরে প্রবেশ ও বেরোনোর সময়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাত ১০টা থেকে সকাল ৮টার বদলে ২ ঘণ্টা সময় কমানো হয়েছে সকালে। আর দুপুর ১২টা থেকে ৪টের মধ্যের সময়ে কী ধরনের গাড়ি চলছে তা চেক করা হচ্ছে বলে অ্যাডিশনাল ডিসি জানিয়েছেন।

[আরও পড়ুন:নির্বাচনী যুদ্ধ জয়ে মুকুল লাইন! ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর][আরও পড়ুন:নির্বাচনী যুদ্ধ জয়ে মুকুল লাইন! ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর]

English summary
Kolkata police trying to populate unfamiliar routes to at ease traffic congestion in South
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X