For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে! অক্সিজেনের ঘাটতি মেটাতে অত্যাধুনিক যন্ত্র বসছে বেলেঘাটা আইডিতে

সারা দেশের মতো বাংলাতেও অব্যাহত করোনার চোখরাঙানি। গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনার সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্

  • |
Google Oneindia Bengali News

সারা দেশের মতো বাংলাতেও অব্যাহত করোনার চোখরাঙানি। গত ২৪ ঘন্টায় বাংলাতে করোনার সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। যদিও আতংকের মধ্যেও স্বস্তির খবর রয়েছে।

করোনাকে জয় করে বাংলায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। তবে প্রত্যেকদিন বিশাল সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে তাঁদের চিকিৎসায় প্রয়োজন অক্সিজেনের। এই অবস্থায় উল্লেখযোগ্য সিদ্ধান্ত বেলেঘাটা আইডিতে।

আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক

আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক

প্রত্যেকদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ভিড় বাড়ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে। তেমনই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বেলেঘাটা আইডিতেও। প্রত্যেকদিন সেখানে কয়েকশ রোগী ভর্তি হচ্ছে। বাড়ছে অক্সিজেনের চাহিদাও। এই অবস্থায় অক্সিজেনের ট্যাঙ্ক বসানো হল বেলেঘাটা আইডিতে। ১৩ হাজার লিটারের একটি অক্সিজেনের ট্যাংক সেখানে রয়েছে। যার মাধ্যমে পাইপে করে অক্সিজেন তৈরি হয়ে পৌঁছে যাচ্ছে করোনা আক্রান্ত রোগীর কাছে। কিন্তু চাহিদা মেটাতে বসানো হচ্ছে আরও একটি ট্যাংক। সঙ্গে বসানো হচ্ছে আরও একটি যন্ত্র। যেটি কিনা তরল অক্সিজেনকে বাস্প করে গ্যাসে পরিণত করবে। মনে করা হচ্ছে তিন থেকে চারদিনের মাথায় এই যন্ত্র বসানোর কাজ শেষ হবে। পাঁচদিনের মাথায় আরও অক্সিজেন তৈরি করা সম্ভব বলে মনে করা হচ্ছে। এর ফলে বিশাল অক্সিজেনের একটা চাহিদা মিটবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যজুড়ে তৈরী হবে ৫৫ টি অক্সিজেন প্লান্ট

রাজ্যজুড়ে তৈরী হবে ৫৫ টি অক্সিজেন প্লান্ট

বাংলায় করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা আক্রান্তদের। যদিও রাজ্যের দাবি অক্সিজেনের অভাব নেই বাংলায়। যদিও এই পরিস্থিতিতে করোনা অতিমারীর মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে রাজ্যসরকারের উদ্যোগে স্থাপন করা হবে ৫৫টি অক্সিজেন প্লান্ট। বিগত কয়েক মাসের প্রচেষ্টায় মহকুমা স্তর পর্যন্ত মোট ১০৫ টি সরকারি কোভিড হাসপাতালে পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ MGPS সুনিশ্চিত করা হবে। এই পদ্ধতিতে রাজ্যের প্রায় ১২,৫০০ জন কোভিড আক্রান্তকে ২৪ ঘণ্টা ধরে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন পরিষেবা দেওয়া সম্ভব। এছাড়াও আগামী ১৫ মে ২০২১ এর মধ্যেই আরও ৪১ টি সরকারি হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর পরিকল্পনা রয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। সেক্ষেত্রে আরও ৩০০০ কোভিড রুগীকে সুচিকিৎসা দেওয়া যাবে বলেই মনে করছেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা।

অক্সিজেনের সমস্যা নেই

অক্সিজেনের সমস্যা নেই

বাংলায় করোনার সংক্রমণ বাড়ছে। যদিও এখনও পর্যন্ত রাজ্যে অক্সিজেনের কোনও ঘাটতি নেই। এমনটাই জানানো হয়েছে নবান্নের তরফে। অক্সিজেন সংকট মোকাবিলায় বড় সিদ্ধান্ত নবান্নের। রাজ্যের সব হাসপাতালে যাতে সহজে অক্সিজেন পৌঁছনো যায় তার জন্য পাইপলাইন তৈরির জটিলতা কাটানোর সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন এবার থেকে হাসপাতালে সুপারের অনুমতিতেই হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের পাইপলাইন তৈরি করা হবে। যার খরচ বহন করবে নবান্ন। এমনটাই জানানো হয়েছে।

English summary
kolkata oxygen crisis an oxygen tank has been installed in beleghata id hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X