For Quick Alerts
For Daily Alerts
কলকাতা পুরসভার প্রশাসক মামলা সুপ্রিমকোর্টে, শুক্রবার শুনানির সম্ভাবনা
কলকাতা পুরসভায় আপাতত কেয়ার টেকার প্রশাসক মণ্ডলীর উপর ডিভিশন বেঞ্চের সায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাকারী। অর্ডিন্যান্স করে এই সিদ্ধান্ত নিলে ভালো হত, মত ছিল বিচারপতি আই পি মুখার্জির ডিভিশন বেঞ্চের।

সেক্ষেত্রে কেন প্রশাসক মন্ডলী থাকবে এই প্রশ্ন তুলে মামলা দায়ের সুপ্রিম কোর্টে। প্যানডেমিকের কারণে আপাতত প্রশাসক মন্ডলী কেয়ার টেকার হিসেবে এক মাস কাজ করবে বলে জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান মামলাকারী। তারপর ডিভিশন বেঞ্চেও মামলা করেন শরদ কুমার সিং। তার আইনজীবী বিকাশ সিং জানিয়েছেন, কলকাতা পুরসভার ক্ষেত্রে এই সিদ্ধান্ত বেআইনি।
বিচারপতির এই মন্তব্য তাতপর্যপূর্ণ। সেই মন্তব্যকেই হাতিয়ার করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। শুক্রবার শুনানির সম্ভাবনা।

আমফান আপডেট : কত দূরে আমফান? জানুন
রাজ্যের হাসপাতালগুলিতে মোবাইল বন্ধের কারণ তলব হাইকোর্টের