For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রোয় আগুন-আতঙ্কের রেশ এখনও কাটেনি, হাসপাতালে চিকিৎসাধীন ৮

মেট্রোর অগ্নিকাণ্ডে এখনও হাসপাতালে ভর্তি ৮ জন। এঁদের মধ্যে ২ জন ক্যালক্যাটা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাকি ৬ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। এখানে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা।

  • |
Google Oneindia Bengali News

মেট্রোর অগ্নিকাণ্ডে এখনও হাসপাতালে ভর্তি ৮ জন। এঁদের মধ্যে ২ জন ক্যালক্যাটা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। বাকি ৬ জনের চিকিৎসা চলছে এসএসকেএম হাসপাতালে। এখানে চিকিৎসাধীনদের মধ্যে রয়েছেন ২ জন মহিলা। এঁদের সকলেরই আগুনের ট্রমা এবং অত্য়াধিক স্নায়ু চাপ ও উচ্চরক্ত চাপ জনিত সমস্যা রয়েছে। এক ব্যক্তির দু 'পায়ে চোট আছে বলেও জানা গিয়েছে।

অসুস্থ নীপা মুখোপাধ্যায়

অসুস্থ নীপা মুখোপাধ্যায়

এই ঘটনায় নীপা মুখোপাধ্যায় নামে উত্তর কলকাতার এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নীপার হাতে ও বুকে চোট রয়েছে বলে জানা গিয়েছে। অগ্নিদদ্ধ মেট্রোর এসি রেকে কাঁচের জানলা ভেঙে নীপা বাইরে বেরোনোর চেষ্টা করেছিলেন। সেই সময় তিনি জানলা থেকে গিয়ে নীচে রেললাইনের ওপর মুখ থুবড়ে পড়েন। মুখে সেভাবে চোট না লাগলেও, আঙুল ও বুকে তাঁর চোট লাগে। পরে অন্য়ান্য যাত্রীরা,তাঁকে উদ্ধার করে মেট্রোর রেসকিউ টিমের হাতে তুলে দেয়। সেখান থেকে তাঁকে এসএস কেএম হাসপাতালে ভর্তি করানো হয়। মেয়ে যে ভয়ানক ঘটনার শিকার হয়েছেন , তা প্রথমে জানতেই পারেননি নীপার বাবা মা।

কীভাবে খবর নান নীপার বাবা মা?

কীভাবে খবর নান নীপার বাবা মা?

টেলিভিশন নিউজ চ্যানেলে মেট্রো অগ্নিকাণ্ডের খবর দেখতে পান তারা । সেই চ্যানেলে প্রকাশিত জখমদের তালিকায় মেয়ের নাম দেখতে পান নীপার বাবা মা। এরপর দৌড়ঝাপ করে শেষ রাতে তাঁরা এসএসকেম হাসপাতালে পৌঁছন। নীপার আঙুলের আংটি বেঁকে চামড়ার সঙ্গে বসে গিয়েছিল । নীপা আপাতত সুস্থ বলে জানিয়েছে তাঁর পরিবার । তবে আপাতত শ্বাসকষ্ট কিছুটা রয়েছে। পাশপাশি রয়েছে চেস্ট পেইন।

মেট্রো করে ফিরছিলেন বিহারের মোহন ভগত

মেট্রো করে ফিরছিলেন বিহারের মোহন ভগত

মেট্রো করে ফিরছিলেন বিহারের মোহন ভগত। মেট্রোর কাঁচের জানলা দিয়ে বের হতে গিয়ে তিনিও লাইনে পড়ে যান। তাঁর দুই পায়েই চোট লাগে। তিনি কোনও ভাবেই এখন হাঁটতে পাচছেন না। দু পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হলেও মোহন কেন হাঁটতে পারছেন না , তা পরীক্ষা করে দেখছেন চিকিৎসকরা। তাঁর দুই পায়ের কোনও লিগামেন্ট ছিঁড়েছে কী না , বা হাড়ে কোনও ধরনের চোট রয়েছে কী না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মোহন এখন বাড়ির লোকের সঙ্গে কথা বললেও গত বিকেলের মেট্রোর ঘটনার আতঙ্ক তাঁর চোখে মুখে।

অসুস্থদের পরিস্থিতি কেমন?

অসুস্থদের পরিস্থিতি কেমন?

মোহন ও নীপা ছাড়া আর বাকি যে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন তাঁরা সকলেই স্থিতীশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিছু শারীরিক সমস্যা থাকলেও চিকিৎসায় তা দ্রুত সেরে যাবে বলে জানানো হয়েছে। সেরকম হলে শুক্রবার সন্ধ্যার মধ্যেই এঁদের অধিকাংশের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা।

English summary
Kolkata Metro Fire update ,8 injured are under treatment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X