আগামী ১১ জুন থেকে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে হাইকোর্টে
কোভিড ১৯ এর সমস্ত নিয়ম মেনে আগামী ১১ জুন থেকে পরীক্ষামূলকভাবে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে।

হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণাণের নির্দেশে জারি করা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, আপাতত হাইকোর্টের মূল বিল্ডিংয়ে পরীক্ষামূলক ভাবে কাজ শুরু করা হবে। কাজ শুরুর পর যদি দেখা যায় যদি কোন সমস্যা নেই তাহলে স্বাভাবিকভাবে এই নিয়মেই চলবে বিচার প্রক্রিয়ার কাজ। তবে যদি কোন রকম অসুবিধা তৈরি হয় তাহলে আদালতের স্বাভাবিক কাজকর্ম বন্ধ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে হাইকোর্ট প্রশাসনের তরফে।
এদিন কাজ শুরু করার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাইকোর্টের মূল ভবনের তিনটি গেট খোলা রেখে চলবে কাজ। বি - গেট দিয়ে আইনজীবী, ল-ক্লার্ক এবং আদালতের কর্মীরা যাতায়াত করবেন, সি - গেট দিয়ে শুধুমাত্র আইনজীবীরা যাতায়াত করতে পারবেন এবং ই-গেট দিয়ে মামলাকারী ও মামলায় যুক্ত অন্যান্য ব্যক্তিরা যাতায়াত করতে পারবে। তবে বিচার প্রক্রিয়া চলাকালীন কোর্ট রুমের মধ্যে থাকতে পারবেন মাত্র ৮ জন। তার বেশি প্রবেশ করতে পারবেন না। এছাড়াও কোর্ট রুমের মধ্যে চারজন করে কর্মী থাকবেন। এবং নিয়ম মেনে মাস্ক ও জীবাণু নাশক আবশ্যক। প্রতিটি গেটে শরীরের তাপমাত্রা মাপার জন্য থাকবে থার্মাল গান।

বিদ্যুৎয়ের দাম কমানোর দাবিতে আন্দোলনে নামছে বিজেপি যুব মোর্চা