For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ডাকা বনধ নিয়ে প্রশাসনকে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিজেপির ডাকা বাংলা বনধের বিরোধিতা করে এক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

বিজেপির ডাকা বাংলা বনধের বিরোধিতা করে এক মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরাম ও ইন্ডিয়ান ক্যারাটে অ্যাসোসিয়েশনের দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে বনদের দিন নিরাপত্তা নিয়ে নির্দেশ দেয় আদালত। সেই মামলার শুনানিতে এদিন রাজ্যের নিরাপত্তা সুনিশ্চিত করতে ডিজি, স্বরাষ্ট্রসচিব এবং ডিএমদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশে বলা হয়, বনধের জেরে জনজীবন যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে। কোনও অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেদিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে।

বিজেপির ডাকা বনধ নিয়ে প্রশাসনকে নয়া নির্দেশ দিল হাইকোর্ট

বুধবর আদালতরে তরফে জানানো হয়, আদালতের পর্যবেক্ষণ, বনধের দিন যারা রাস্তায় বেরোন তাঁদের পরিবার খুব দুশ্চিন্তায় থাকেন। তাদের জন্য একটা হেল্পলাইন নম্বর থাকাটা জরুরি, যাতে তাঁদের পরিজন বিপদে পড়লে তারা খবর পেতে পারেন। জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

[আরও পড়ুন: বনধের শহরে ট্যাক্সি-ভ্রমণে ফেসবুক লাইভ, আধার-ফলায় ২০১৯-এ বিজেপি ফিনিশের বার্তা][আরও পড়ুন: বনধের শহরে ট্যাক্সি-ভ্রমণে ফেসবুক লাইভ, আধার-ফলায় ২০১৯-এ বিজেপি ফিনিশের বার্তা]

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের দাবিতে গত ২০ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে ছাত্র-পুলিশ সংঘর্ষের ঘটনায় দুই ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ঘটনার জেরে ক্রমেই রাজনৈতিক রপারদ চড়তে থাকে গোটা রাজ্যে। এরপর ঘটনার প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে বনধের ডাক দেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

[আরও পড়ুন:বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ ][আরও পড়ুন:বনধে বেহাল বিমানবন্দর, ভিডিও-য় দেখুন সেই চিত্র, শুনুন পরিষেবার হালহকিকৎ ]

English summary
Kolkata High court orders state administration on security issue on BJP's bandh today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X