For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লালন শেখের মত্যু কাণ্ডে CID তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, DIG CID এর অধীনে এই তদন্তের নির্দেশ

লালন শেখের মত্যু কাণ্ডে CID তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, DIG CID এর অধীনে এই তদন্তের নির্দেশ

Google Oneindia Bengali News

লালন শেখের মৃত্যুর তদন্তের অনুমতি দেওয়া হয়েছিল সিআইডিকে। সিবিআইয়ের সাত আধিকারীককে রক্ষা কবচ দিয়ে সিআইডিকে তদন্তের অনুমতি দিয়েছিল হাইকোর্ট। কিন্তু শুক্রবার সেই মামলার শুনানিতে সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্টের বিচারপতি। তারপরেই ডিআইডি সিআইডির অধীনে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

অসন্তুষ্ট হাইকোর্ট

অসন্তুষ্ট হাইকোর্ট

ললন শেখের মৃত্যুর তদন্ত করছে সিআইডি। আদালত তার অনুমতিও দিয়েছে। আবার যে সাত সিবিআই আধিকারীকের বিরুদ্ধে অভিযোগ তাদের রক্ষা কবচও দিয়েছে। তবে তাঁদের জেরা করার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার ফের ছিল মামলার শুনানি। তাতে আদালত তদন্তের অগ্রগতি নিয়ে জানতে চায়। কিন্তু যে রিপোর্ট সিবিআই দিয়েছে তাতে সন্তুষ্ট নন বিচারপতি। তিনি রীতিমত অসন্তোষ প্রকাশ করেছেন। আদালতে এদিন কেসডায়রি জমা দিয়েছে সিআইডি।

কেন অসন্তুষ্ট বিচারপতি

কেন অসন্তুষ্ট বিচারপতি

কেড ডায়রি জমা নেওয়ার পর আদালতে বিচারপতি জানতে চান তদন্তকারীরা কি লালন শেখের স্ত্রীর বয়ান নিয়েছেন। বিচারপতির প্রশ্নে উত্তরে সিআইডির তদন্তচকারীরা জানান লালন শেখের মৃত্যুর পর তাঁর স্ত্রীর মানসিক অবস্থা ভাল নেই। কাজেই তাঁর জবানবন্দি নেওয়া হয়নি। বিচারপতি বিরক্ত হয়ে বলেন, 'উনি দুদিন এখানে আসছেন। আর জবানবন্দি দিতে শরীর খারাপ হলে এখানে আনছেন কেন? বাবল আলিকে কি গ্রেফতার করা হয়েছে? একটা ঘটনা ঘটেছে। এরপর কাউকে দোষারোপ চলছে। লালনের স্ত্রী এত বড় অভিযোগ করছেন। সিবিআই অফিসারদের ফোন নম্বর পেলেন কিভাবে? তদন্তকারী অফিসার কি জানতে চেয়েছেন? স্ত্রী হুমকি পেয়েছেন ফোনে। অথচ এখোন ফোন কল রেকর্ড তদন্তে আনা হয়নি কেন?'

তদন্ত করবে ডিআইজি

তদন্ত করবে ডিআইজি

এদিকে এই ঘটনায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে কলকাতা হাইকোর্ট ডিআইজি সিআইডিকে তদন্তের দায়িত্ব দিয়েছে। বিচারপতি জানিয়েছেন লালন শেখের মৃত্যুর তদন্ত এবার ডিআইজি-সিআইডির অধীনে হবে। তিনিই নজরে রাখবেন তদন্তেক গতিপ্রকৃতি। কেন লালন শেখের স্ত্রীর জবান বন্দী এখনও নেওয়া হয়নি তা নিয়ে সিআইডির আইনজীবীকে ভর্ৎসনা করেছে হাইকোর্ট। এবং অবিলম্বে ভাল করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

লালন শেখের মৃত্যু

লালন শেখের মৃত্যু

গত ১২ ডিসেম্বর রাতে বগটুই কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয় সিবিআই হেফাজতে। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ লালন শেখকে মেরে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় খুনের মামলা দায়ের করেন লালন শেখের স্ত্রী। এদিকে আবার লালন শেখের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

বঙ্গ বিজেপিতে ভরসা নেই! পঞ্চায়েত ভোটের প্রচারেও ভরসা সেই মোদীইবঙ্গ বিজেপিতে ভরসা নেই! পঞ্চায়েত ভোটের প্রচারেও ভরসা সেই মোদীই

English summary
Kolkata High Court are not happy with the CID investigation of Lalan Seikh death case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X