For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনধে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বনধে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

  • |
Google Oneindia Bengali News

সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণ-সহ একাধিক ইস্যুতে ৮ জানুয়ারি দেশজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে সিটু-ইনটাক-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। বাম দলগুলির সঙ্গে রাজ্যে এই ধর্মঘটকে সমর্থন করছে কংগ্রেসও।

বনধে নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বনধে রাজ্যবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বনধের বিরোধিতা করে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় মঙ্গলবার এই নির্দেশের পাশাপাশি, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, যাতে জনজীবন ব্যাহত না হয় নিশ্চিত করতে হবে রাজ্য প্রশাসনকে।

সচল রাখতে হবে রেল, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা। বিদ্যুৎ, দমকল, হাসপাতালের মতো জরুরি পরিষেবাগুলি যাতে সচল থাকে তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। খোলা রাখতে হবে স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালতের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি। যাতে সরকারি বা জনগণের সম্পত্তির কোনও ক্ষতি না হয় এবং কোনও অনভিপ্রেত ঘটনা যেন না তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।'

এই বনধের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তিনি জানান, 'বনধ অসংবিধানিক। বিভিন্ন সময় বনধ নিয়ে হওয়া জনস্বার্থ মামলায় সুপ্রিমকোর্ট এবং দেশের বিভিন্ন হাইকোর্ট একে অবৈধ এবং অসাংবিধানিক বলে রায় দিয়েছে। তা সত্ত্বেও বন্‌ধ ডাকা হচ্ছে। এবিষয়ে হস্তক্ষেপ করুক হাইকোর্ট।'

তিনি আরও দাবি, 'বনধের ক্ষতিগ্রস্তদেরও ক্ষতিপূরনের ব্যবস্থা করতে হবে যারা বনধ ডাকছে তাদের।'

English summary
Kolkata High court directs to ensure safety of citizens on strike day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X