For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপাদমস্তক চমকে মুড়ে হাইটেক হল কলকাতা চলচ্চিত্র উৎসব

Google Oneindia Bengali News

আপাদমস্তক চমকে মুড়ে হাইটেক হল কলকাতা চলচ্চিত্র উৎসব
কলকাতা, ৫ নভেম্বর : বুদ্ধিজীবীর আগল ছেড়ে বেরিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তো আগেই সার্জনীন হয়েছে। এবছর সেইসঙ্গে হাইটেকের তকমাটাও লেগে গেল। এখন তো মোবাইল ফোনেও চলচ্চিত্র উৎসব। একটা মোবাইল অ্যাপলিকেশন ডাউনলোড করলেই ব্যস, উৎসবের যাবতীয় তথ্য হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু 'অ্যাপ' মিলবে কোথায়? কোথায় আবার, ফেসবুকের উৎসব পেজে!

কলকাতা চলচ্চিত্র উৎসব আবার হাইটেক? সমালোচকদের মুখ বন্ধ করা তো মুশকিল বটেই। কিন্তু উৎসব হাইটেক হওয়ায় নন্দনের তথাকথিত বুদ্ধিজীবী গন্ডি থেকে বের করে শহরের আনাচে কানাচে আম জনতার কাছে পৌছে দেওয়া যাবে বলেই মনে করছে উৎসব কৃর্তপক্ষ। আর তাই তো এখানেই শেষ না। উৎসবে থাকছে একাধিক চমক।

সোমবার নন্দন-২ অডিটোরিয়ামে সাংবাদিক বৈঠকে উৎসবের থিম ঘোষণা করলেন রঞ্জিত মল্লিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দীপঙ্ক দে, হরনাথ চক্রবর্তী, দিলীপ চট্টোপাধ্যায়, অত্রি ভট্টাচার্য প্রমুখ। এবারের বাজেটও আগেরবারের চেয়ে অনেকটাই বেশি। প্রায় ৪ কোটি টাকা ব্যয় এবারের উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের শুরুতেই থাকছে চমক। প্রয়াত বাঙালি পরিচালক ঋতুপর্ণ ঘোষের 'তাকঝাঁক' ছবি দিয়ে শুরু হবে চলচ্চিত্র উৎসব। এই প্রথমবার কোনও বাঙালি পরিচালকের ছবি দিয়ে চলচ্চিত্র উৎসবের শুরু হবে। দেখানো হবে ৬৩ দেশের মোট ১৮৯টি ছবি। শহরের পাঁচটি পাড়ায় মোবাইল ভ্যান দেখাবে উৎসবের বেশ কয়েকটি ছবি। অর্থাৎ হলের গন্ডি ছেড়ে চলচ্চিত্র উৎসবের ছবি এবার হাজির আপনার পাড়ায়। এই ইন্টালেকচুয়াল উৎসবকে মানুষএর মধ্যে পৌছে দিতে কোনও কসুরও করেনি রাজ্য সরকার। ফটোগ্রাফি থেকে ৬০ সেকেন্ডের সিনেমা তৈরির প্রতিযোগিতা, বিশেষ টি-শার্ট, কফি মগ কী নেই এবারের চলচ্চিত্র উৎসবে।

১০ নভেম্বর উৎসবের উদ্বোধনের দিন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা তো থাকছেনই। এবারের বাড়তি পাওনা কমল হাসান। সমাপ্তি অনুষ্ঠানে থাকছেন বলিউডের পাঁচ বঙ্গতনয়া 'পঞ্চকন্যা', সুস্মিতা সেন, মৌসুমি চট্টোপাধ্যায়,বিপাশা বসু, রানি মুখোপাধ্যায় ও কঙ্কনা সেনশর্মা। এদের সঙ্গে চলিউডের অভিনেত্রীরা তো থাকছেনই।

English summary
Mobile app for 19th Kolkata film fest, filled with full of surprises
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X