For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার করোনা সংক্রমণ দু-লাখ ছুঁই ছুঁই, পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ জেলায় জেলায়

কলকাতার করোনা সংক্রমণ দু-লাখ ছুঁই ছুঁই, পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগনা, উদ্বেগ জেলায় জেলায়

Google Oneindia Bengali News

কলকাতায় করোনা সংক্রমণ প্রায় দু-লাখ ছুঁতে চলেছে। তার পিছনে পিছনে চলছে উত্তর ২৪ পরগনা। এখানেও করোনা সংক্রমণ পৌনে দু-লাখ ছাড়িয়ে গিয়েছে। শহরতলির ৫ জেলাই শুধু নয়, এখন বাংলার ২৩ জেলাতেই করোনা মহামারীর রূপ নিতে চলেছে। মোট সংক্রমণ ছাড়িয়েছে ৮ লাখ।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

শুক্রবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ১৭ হাজারের উপরে উঠে গিয়েছে। বাংলায় ১৭৪১১ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯২৪। উত্তর ২৪ পরগনায় ৩৯৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৪৩৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৭৬৩।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৯১৪৫৭। শুধু এদিনই কলকাতায় ৩৯২৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৪৩৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৬২০৯৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫৯২৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৪৬৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৭৭৭০০ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৯৩২ জন। মৃত্যু হয়েছে মোট ২৭৬৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৫২৪৪৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২২৪৯৪ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩২০১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯৭৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫২৩৬৭। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৫১১২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯২২ জন। হুগলিতে ৮৮২ জন বেড়ে আক্রান্ত ৪১৮৬৫ জন।

দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও, রেকর্ড মৃত্যু বাংলায়দৈনিক করোনা সংক্রমণের সঙ্গে বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও, রেকর্ড মৃত্যু বাংলায়

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ১০৮ জন, কোচবিহারে ১৭৮ জন, দার্জিলিংয়ে ৪০০ জন, কালিম্পংয়ে ৮৫ জন, জলপাইগুড়িতে ১২২ জন, উত্তর দিনাজপুরে ১৯৭ জন, দক্ষিণ দিনাজপুরে ২০৩ জন, মালদহে ৪৫২ জন, মুর্শিদাবাদে ৪৮০ জন, নদিয়ায় ৭৯৭ জন, বীরভূমে ৬৮৫ জন, পুরুলিয়ায় ২৫৮ জন, বাঁকুড়ায় ৪৯২ জন, ঝাড়গ্রামে ৬৭ জন, পশ্চিম মেদিনীপুরে ২৫৮ জন, পূর্ব মেদিনীপুরে ৬১৪ জন, পূর্ব বর্ধমানে ৫০৫ জন, পশ্চিম বর্ধমানে ৮৭৬ জন মোট আক্রান্ত হয়েছেন।

English summary
Kolkata’ Corona infection almost two lacs and suburb’s four districts are in anxious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X