For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় কনটেইনমেন্ট জোনের নয়া তালিকা একনজরে, উদ্বেগ বাড়ল শহরের কোন এলাকা ঘিরে

কলকাতায় কনটেইনমেন্ট জোনের নয়া তালিকা একনজরে, নতুন করে যোগ হল ১১ টি এলাকা

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় কনটেইনমেন্ট জোনের তালিকা ফের নতুন করে প্রকাশিত হল। এর ঐগে কনটেইনমেন্ট জোন নিয়ে .নবান্ন একটি তালিকা প্রকাশ করলেও, তাতে বেশ কিছু রদবদল করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কলকাতার কনটেইমেন্ট জোনের তালিকা।

 কনটেইমেন্ট জোন ও পরিসংখ্যান

কনটেইমেন্ট জোন ও পরিসংখ্যান

কলকাতা শহরে ৩৭ টি এলাকা বর্তমানে কনটেইমেন্ট জোন হিসাবে চিহ্নিত। শুক্রবারের পর এদিন যে কনচেইমেন্ট জোনের তালিকা প্রকাশিত হয়েছে, তাতে গত মাসের তালিকায় সংখ্যা অনেক বেশি। নতুন করে ১১ টি এলাকাকে রাখা হয়েছে জোনের তালিকায়।

 কোন কোন এলাকা তালিকায়?

কোন কোন এলাকা তালিকায়?

ল্যান্ডসডাউন, এলগিন রোড, সরৎ বোস রোডের একাধিক আবাসন রয়েছে তালিকায়। অধিকাংশ কনটেইমেন্ট জোন রয়েছে ২ টি বরো এলাকায়। পুরসভার ৩ ও ১২ নম্বর ওয়ার্ড রয়েছে এই জোনের তালিকায়। দেখা যাচ্ছে, পূর্ব কলকাতার বেলেঘাটা দক্ষিণপূর্বের বাইপাস ও পাটুলিতে সবচেয়ে বেশি করোনার প্রভাব রয়েছে বলে দেখা গিয়েছে। এছাড়াও বালিগঞ্জ, ভবানীপুর , বোহালার নামও থাকায় , সেই এলাকা ঘিরে উদ্বেগ বাড়ছে।

 বস্তি এলাকা ঘিরে উদ্বেগ?

বস্তি এলাকা ঘিরে উদ্বেগ?

কাঁকুরগাছির বারোয়ারি তলা, বেলেঘাটার সুরেন সরকার রোডের লোকনাথ মন্দিরের কাছে করোনার সংক্রমণ বাড়ছে বলে খবর। অন্যদিকে, গোবিন্দপুরের কাছে ৩ টি বস্তি থাকায় ,সেখানে করোনার দাপট বাড়ছে বলে উঠে আসছে। উল্লেখ্য তালিকায় ৫বটি বস্তি এলাকা থাকায় কলকাতা জুড়ে করোনার ত্রাস আরও বাড়ছে।

 তালিকায় ফিরেছে কলকাতার কোন কোন এলাকা ?

তালিকায় ফিরেছে কলকাতার কোন কোন এলাকা ?

এদিকে, দেখা গিয়েছে, তালিকায় ফিরেছে বেহালা শখের বাজার। পূর্ব বরিশা, কাদাপাড়ার মতো এলাকাও ফের একবার নতুন কনটেইনমেন্ট জোনের তালিকায় প্রবেশ করেছে। এর সঙ্গে খিদিরপুরের ডেন্ট মিশন রোডও রয়েছে।

উত্তর থেকে দক্ষিণ কলকাতা ঘিরে কোন জোন নিয়ে উদ্বেগ?

উত্তর থেকে দক্ষিণ কলকাতা ঘিরে কোন জোন নিয়ে উদ্বেগ?

উত্তর কলকাতার, ফুলবাগান, বেলেঘাটা, উল্টোডাঙায় করোনার সংক্রমণ ছড়াতে শুরু করেছে। ভবানীপুর ও বালিগঞ্জ ঘিরেও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে একটি মার্কেট কমপ্লেক্স ছাড়া মোট ১২ টি কমপ্লেক্স প্রশাসনের নজরে রয়েছে। রয়েছে কনটেইমেন্ট জোনের তাালিকায়। ১৯ টি জোনে বহু ফ্ল্যাটকে ঘিরে আশঙ্কা বাড়ছে।

 গত ১০ দিনে কোন বস্তি এলাকা ঘিরে আশঙ্কা

গত ১০ দিনে কোন বস্তি এলাকা ঘিরে আশঙ্কা

দেখা গিয়েছে উল্টোডাঙায় গত ১০ দিনে মোতিলাল বসাক লেনের ওকটি বস্তিতে প্রবল হারে করোনা ছড়িয়েছে। এলাকা আপাতত প্রশাসনের কড়া নজরে রয়েছে।

 উত্তর কলকাতার পরিস্থিতি আশা ব্যাঞ্জক

উত্তর কলকাতার পরিস্থিতি আশা ব্যাঞ্জক

দেখা যাচ্ছে, কলকাতায় পুরনিগমের ৯ টি বরো এলাকা কনটেইনমেন্ট জোনের তালিকায় নেই। ১,২,৪,৫, ৭, ১১,১৪, ১৫ নম্বর ওয়ার্ড নেই তালিকায়। উত্তর কলকাতার পরিস্থিতি সেদিক থেকে দক্ষিণের তুলনায় খানিকটা স্বস্তি দায়ক।

কয়েক দশক ধরে থাকবে মহামারি করোনা ভাইরাসের প্রভাব, সতর্ক করল হুকয়েক দশক ধরে থাকবে মহামারি করোনা ভাইরাসের প্রভাব, সতর্ক করল হু

English summary
Kolkata Containment zone full list on August 2, 11 areas added
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X