For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা হটস্পট হয়ে উঠছে করোনা সংক্রমণের, সক্রিয়ে সংখ্যা ছাড়াল ২ হাজার

বাংলা মধ্যে করোনার হটস্পট হয়ে উঠছে সেই কলকাতা। কলকাতায় দৈনিক করোনার সংক্রমণ আড়াইশোরও উপরে। তালমিলিয়ে সক্রিয়ের সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার।

Google Oneindia Bengali News

বাংলা মধ্যে করোনার হটস্পট হয়ে উঠছে সেই কলকাতা। কলকাতায় দৈনিক করোনার সংক্রমণ আড়াইশোরও উপরে। তালমিলিয়ে সক্রিয়ের সংখ্যা ছাড়িয়ে গেল ২ হাজার। তারপর উত্তর ২৪ পরগনায় সক্রিয়ের সংখ্যা হাজার ছাডিয়েছে। হাওড়ায় সক্রিয়ের সংখ্যা ৪০০, দক্ষিণ ২৪ পরগনায় ২০০, বীরভূমে ১৮৬, বাকি সব জেলায় ১০০-র নিচে।

কলকাতা হটস্পট হয়ে উঠছে করোনা সংক্রমণের, সক্রিয় বেড়ে ২ হাজার

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় একটু কম। বাংলায় ৬২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৬৫। উত্তর ২৪ পরগনায় ১৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় একটু বাড়লেও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ একটু কমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১২২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩২।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৩১৮৩। শুধু এদিনই কলকাতায় ২৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১২২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৭৯৬৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৯৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৫৮১২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১৪৫ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩২ জনের। এদিন কোনও মৃত্যু নেই। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২২১৭৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১১০৬ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১২৮ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ২৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭৭৮৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৬৭০২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৭ জন। হুগলিতে ১৬ জন বেড়ে আক্রান্ত ৩০০৬২ জন।

English summary
Kolkata arise as hotspot of Corona due to increase infection in West BengalCorona Update of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X