For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ শহরতলির ৫ জেলায় সংক্রমণ ৫ লাখ ছুঁই ছুঁই, উদ্বেগ

কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ শহরতলির ৫ জেলায় সংক্রমণ ৫ লাখের দোরগোড়ায়। মোট পৌনে আট লক্ষ সংক্রমণ হয়েছে বাংলার ২৩ জেলায়।

Google Oneindia Bengali News

কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ শহরতলির ৫ জেলায় সংক্রমণ ৫ লাখের দোরগোড়ায়। মোট পৌনে আট লক্ষ সংক্রমণ হয়েছে বাংলার ২৩ জেলায়। তার মধ্যে শহরতলির পাঁচ জেলা কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে সংক্রমিতের সংখ্যা ৪ লক্ষ ৮২ হাজার ৭৯৫। আর বাকি ১৮ জেলায় সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৯৩ হাজার ৫৫০।

কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ শহরতলির ৫ জেলায় সংক্রমণ প্রায় ৫ লাখ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
মঙ্গলবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ১৬ হাজারের উপরে উঠে গিয়েছে। বাংলায় ১৬৪০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৭০৮। উত্তর ২৪ পরগনায় ৩৪৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৩৬৩ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৭০৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৭৯৮১১। শুধু এদিনই কলকাতায় ৩৭০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৩৬৩ জনের। এদিন মৃত্যু হয়েছে ২৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৫২৫৯৬ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৩৮৫২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৬৮১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৬৬০৭৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। মৃত্যু হয়েছে মোট ২৭০৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৪৩৮৭০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৯৫০২ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৪১ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৯১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৯৪১৮। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৪৮৩১৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন। হুগলিতে ৮৪৩ জন বেড়ে আক্রান্ত ৩৯১৭১ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ১০ জন, কোচবিহারে ১৪৯ জন, দার্জিলিংয়ে ৫২৫ জন, কালিম্পংয়ে ৬০ জন, জলপাইগুড়িতে ২৬০ জন, উত্তর দিনাজপুরে ৮৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৮৬ জন, মালদহে ৫৮৩ জন, মুর্শিদাবাদে ৪১৪ জন, নদিয়ায় ৬৬২ জন, বীরভূমে ৭৮৮ জন, পুরুলিয়ায় ৪৪৯ জন, বাঁকুড়ায় ২১৭ জন, ঝাড়গ্রামে ৬৯ জন, পশ্চিম মেদিনীপুরে ২৫৫ জন, পূর্ব মেদিনীপুরে ৫২৮ জন, পূর্ব বর্ধমানে ৫৪৩ জন, পশ্চিম বর্ধমানে ৮৬২ জন মোট আক্রান্ত হয়েছেন।

English summary
Kolkata and suburb’s four districts are in anxious almost 5 lacs Corona infection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X