For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনা ফের করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে, কোন জেলায় কত

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, দৈনিক সংক্রমণ প্রায় ৯০০।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, দৈনিক সংক্রমণ প্রায় ৯০০। এখন হাওড়াকে টপকে দক্ষিণ ২৪ পরগনা তিন নম্বর স্থানে উঠে এসেছে। শুক্রবার কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ প্রায় ৯০০ ছুঁই ছুঁই।

কলকাতা-উত্তর ২৪ পরগনা ফের করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৩৯। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৯০। উত্তর ২৪ পরগনায় ৮৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজারের নিচেই রয়েছে এখনও। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৪৯০ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৮৭৬।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শনিবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৯৯০৩০। শুধু এদিনই কলকাতায় ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৪৯০ জনের। এদিন মৃত্যু হয়েছে ৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৯৫৭৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯৬৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯৩৪৪৭ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৪২ জন। মৃত্যু হয়েছে মোট ১৮৭৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৪৮৭৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬৯৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১৩ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ২৮৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৯৭৯৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৯৬৪৩। এদিন আক্রান্ত হয়েছেন ২১১ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৪১ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। হুগলিতে ২৮৮ জন বেড়ে আক্রান্ত ২৩১৭৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭০৪৬, কোচবিহারে ১০২০২, দার্জিলিংয়ে ১৪৩৬৩, কালিম্পংয়ে ১৬৮৮, জলপাইগুড়িতে ১১৫৬৭, উত্তর দিনাজপুরে ৫৫৩১, দক্ষিণ দিনাজপুরে ৭৬৩৮, মালদহে ১১০৮৮, মুর্শিদাবাদে ১০৩৪৪, নদিয়ায় ১৬৩৬৮, বীরভূমে ৭৫৩০, পুরুলিয়ায় ৫৮৭৮, বাঁকুড়ায় ৯৩৩৬, ঝাড়গ্রামে ২৩৬৫, পশ্চিম মেদিনীপুরে ১৭৩০৫, পূর্ব মেদিনীপুরে ১৭৪৩৯, পূর্ব বর্ধমানে ৯৫৭৮, পশ্চিম বর্ধমানে ১২৩৪৫ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana’s daily Corona infection almost 900. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X