For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের ধারা অব্যাহতই, একনজরে জেলার পরিসংখ্যান

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাপিয়ে গিয়েছে দুই জেলায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাপিয়ে গিয়েছে দুই জেলায়। মৃতের সংখ্যা নিয়েও উদ্বেগ বেড়ে চলেছে সমানে। সক্রিয়ের সংখ্যাও দুই জেলাতে সাত হাজারের উপরে। দুই জেলায় করোনা সক্রিয়ও বেড়ে হয়েছে ৮০ হাজারের উপরে।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ অব্যাহত, একনজরে জেলা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩০১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭২৮। উত্তর ২৪ পরগনায় ৭১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এখনও সাত হাজারের উপরে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৪৩৫ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৭৯৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৯৪৭৫২। শুধু এদিনই কলকাতায় ৭২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৪৩৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৫২০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭১১৫ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৭৪ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৮৯৪৮৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। মৃত্যু হয়েছে মোট ১৭৯৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮০৬১১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭০৭৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫৪ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৮৫৮২। এদিন আক্রান্ত হয়েছেন ১১৯ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮১৭ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ১৮৫ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৮৫০৪। হুগলিতে ১৯০ জন বেড়ে আক্রান্ত ২১৯৫৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৬৯১৩, কোচবিহারে ৯৯৩৩, দার্জিলিংয়ে ১৩৬৯৭, কালিম্পংয়ে ১৬২৯, জলপাইগুড়িতে ১০৯৩২, উত্তর দিনাজপুরে ৫৩৮৮, দক্ষিণ দিনাজপুরে ৭৫২৪, মালদহে ১০৮১৫, মুর্শিদাবাদে ১০০১২, নদিয়ায় ১৫২৬৭, বীরভূমে ৭২৩২, পুরুলিয়ায় ৫৭১২, বাঁকুড়ায় ৯০০৫, ঝাড়গ্রামে ২২২২, পশ্চিম মেদিনীপুরে ১৬৮৮০, পূর্ব মেদিনীপুরে ১৭০১৫, পূর্ব বর্ধমানে ৯১৬৩, পশ্চিম বর্ধমানে ১১৮৮৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
North 24 pargana and Kolkata’s Coronavirus infection are increased continuous. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X