For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, হাওড়াকে টপকে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, হাওড়াকে টপকে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা

  • |
Google Oneindia Bengali News

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, হাওড়াকে টপকে যেতে বসেছে দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবারও দুই জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছাপিয়ে গিয়েছে। তবে সক্রিয়ের সংখ্যা নেমেছে সাত হাজারের নিচে।

কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬৫৪। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৭৫২। উত্তর ২৪ পরগনায় ৭১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা এদিন সাত হাজারের নিচে নেমেছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৪৪৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৮১০।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৯৫৫০৪। শুধু এদিনই কলকাতায় ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৪৪৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৬১০৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯৫১ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯০৩ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯০১৯৩ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭১০ জন। মৃত্যু হয়েছে মোট ১৮১০ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮১৪৮০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯০৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৬৯ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে এখনও তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৮৭৬৭। এদিন আক্রান্ত হয়েছেন ১৮৫ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮২১ জন। এদিন মৃত্যু হয়েছে ৪ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৩২ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৮৭৩৬। হুগলিতে ২১৮ জন বেড়ে আক্রান্ত ২২১৭২ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৬৯৭৭, কোচবিহারে ৯৯৮৬, দার্জিলিংয়ে ১৩৮৬৪, কালিম্পংয়ে ১৬৪৩, জলপাইগুড়িতে ১১০৬৭, উত্তর দিনাজপুরে ৫৪২৮, দক্ষিণ দিনাজপুরে ৭৫৪২, মালদহে ১০৯০৫, মুর্শিদাবাদে ১০১০৯, নদিয়ায় ১৫৪৮৯, বীরভূমে ৭৩০৬, পুরুলিয়ায় ৫৭৫৭, বাঁকুড়ায় ৯০৭৪, ঝাড়গ্রামে ২২৪৩, পশ্চিম মেদিনীপুরে ১৬৯৯৯, পূর্ব মেদিনীপুরে ১৭১২১, পূর্ব বর্ধমানে ৯২৬০, পশ্চিম বর্ধমানে ১২০০৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
North 24 pargana and Kolkata’s Coronavirus infection are increased continuous. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X