For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনা করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী! বাংলায় বাড়ছে উদ্বেগ

কলকাতার সঙ্গে সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ। কলকাতা-উত্তর ২৪ পরগনা লাখ ছুঁতে চলেছে, হাওড়াকে টপকে যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা

Google Oneindia Bengali News

কলকাতার করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। সমানে তালমিলিয়ে বেড়ে চলেছে উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণও। কলকাতার করোনা সংক্রমণ প্রায় লাখ ছুঁতে চলেছে, হাওড়াকে টপকে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা। শুক্রবার কলকাতার করোনা সংক্রমণ প্রায় ৯০০ ছুঁই ছুঁই। তবে সক্রিয়ের সংখ্যা এখন সাত হাজারের নিচে।

কলকাতা-উত্তর ২৪ পরগনা করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬২৬। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৮৮০। উত্তর ২৪ পরগনায় ৭৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজারের নিচেই রয়েছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২৪৮১ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৮৫৭।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
শুক্রবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৯৮১৪০। শুধু এদিনই কলকাতায় ৮৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ২৪৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৮৭২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯৩৭ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪২ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৯২৬০৫ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৭৪ জন। মৃত্যু হয়েছে মোট ১৮৫৭ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৮৪০৬০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৬৮৮ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮২৬ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনায় ৩০৩ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৯৫১৬। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৯৪৩২। এদিন আক্রান্ত হয়েছেন ২২৬ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮৩৫ জন। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। হুগলিতে ২১৮ জন বেড়ে আক্রান্ত ২২৮৮৬ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৭০২২, কোচবিহারে ১০১৪৮, দার্জিলিংয়ে ১৪২৪৪, কালিম্পংয়ে ১৬৭৭, জলপাইগুড়িতে ১১৪৬৪, উত্তর দিনাজপুরে ৫৫১২, দক্ষিণ দিনাজপুরে ৭৬০৮, মালদহে ১১০৫৮, মুর্শিদাবাদে ১০২৮৭, নদিয়ায় ১৬১৬৩, বীরভূমে ৭৪৮২, পুরুলিয়ায় ৫৮৫৬, বাঁকুড়ায় ৯২৭৩, ঝাড়গ্রামে ২৩২৭, পশ্চিম মেদিনীপুরে ১৭২৩৪, পূর্ব মেদিনীপুরে ১৭৩৬০, পূর্ব বর্ধমানে ৯৪৯১, পশ্চিম বর্ধমানে ১২২৮০ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana’s Corona statistics are again in high. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X