For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার পর উত্তর ২৪ পরগনা ৬০ হাজারের গণ্ডি ছাড়াল করোনা সংক্রমণে, বাড়ছে মৃত্যুও

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। সক্রিয়ের সংখ্যাও লাফিয়ে বাড়ছে দুই জেলায়। পুজোর আগে বাংলায় করোনা-ভীতি তীব্রতর হচ্ছে।

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণ রাশ টানাই যাচ্ছে না, সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। সোমবারও করোনা সংক্রমণের শীর্ষে দুই জেলা। দৈনিক সংক্রমিতের সংখ্যা ৭০০-র উপরে। কলকাতার পর উত্তর ২৪ পরগনাও মোট সংক্রমণে ৬০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল। দুই জেলাতেই সক্রিয়ের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বাড়ছে মৃত্যুও।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮৩। উত্তর ২৪ পরগনায় এদিন ৭৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৭১৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাড়ে ছ'হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ১৮৯৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১২৮১।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৬৫১৬০। এদিন ৭১৭ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮৯৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৯ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫৬৫৫০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৭১৪ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬২৯ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৬০১২১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৭৫৯ জন। মৃত্যু হয়েছে মোট ১২৮১ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৬ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫২৩৩৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৫০১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৬৮৬ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২০৮৩০। এদিন আক্রান্ত হয়েছেন ২২৮ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬২৯ জন। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২১৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৯৯৪৫। হুগলিতে ১৪৮ জন বেড়ে আক্রান্ত ১৪৭৩৪ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৫৪৬৮, কোচবিহারে ৬৮৭২, দার্জিলিংয়ে ৯০২৬, কালিম্পংয়ে ১১৭৬, জলপাইগুড়িতে ৬৯৯৭, উত্তর দিনাজপুরে ৪০৯০, দক্ষিণ দিনাজপুরে ৫৯৬৪, মালদহে ৭৯২১, মুর্শিদাবাদে ৬৯৭২, নদিয়ায় ৮৯২৪, বীরভূমে ৪৭০৮, পুরুলিয়ায় ৪১৬৫, বাঁকুড়ায় ৬৩১৮, ঝাড়গ্রামে ১১৪৪, পশ্চিম মেদিনীপুরে ১১১৫০, পূর্ব মেদিনীপুরে ১২৪৪৫, পূর্ব বর্ধমানে ৫৯২৬, পশ্চিম বর্ধমানে ৮২৬৭ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana’s corona infection is over 60 thousands. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X