For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় ৭০ হাজার ছাড়াল করোনা সংক্রমণ, দৈনিক পরিসংখ্যানে টেক্কা উত্তর ২৪ পরগনার

পুজোর মুখে সত্যিই আকাশ ছুঁল বাংলার করোনা সংক্রমণ। কলকাতা-সহ জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সবথেকে করুণ হাল কলকাতা ও উত্তর ২৪ পরগনার। সোমবার দুই জেলায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮০০-র বেশি।

Google Oneindia Bengali News

পুজোর মুখে সত্যিই আকাশ ছুঁল বাংলার করোনা সংক্রমণ। কলকাতা-সহ জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সবথেকে করুণ হাল কলকাতা ও উত্তর ২৪ পরগনার। সোমবার দুই জেলায় দৈনিক সংক্রমিতের সংখ্যা ৮০০-র বেশি। কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেল এদিন।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৯২। উত্তর ২৪ পরগনায় এদিন ৮৫৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৮০৯। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গিয়েছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২০০২ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৩৮৪।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

সোমবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৭০৬৫৩। এদিন ৮৫৮ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০২ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৮ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৬১৩০৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭৩৪৩ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮১০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৬৫৬৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। মৃত্যু হয়েছে মোট ১৩৮৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১০ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৫৭০৫৩ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭২০১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৪৫ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা

হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২২৫০৫। এদিন আক্রান্ত হয়েছেন ২২৯ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৮২ জন। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৩৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২১৬১৪। হুগলিতে ১৫৪ জন বেড়ে আক্রান্ত ১৫৮৬৫ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান

এছাড়া আলিপুরদুয়ারে ৫৯১৩, কোচবিহারে ৭৪৬৬, দার্জিলিংয়ে ৯৮৪৩, কালিম্পংয়ে ১২৯০, জলপাইগুড়িতে ৭৭৯৯, উত্তর দিনাজপুরে ৪৩৬৮, দক্ষিণ দিনাজপুরে ৬৩৮০, মালদহে ৮৬১৩, মুর্শিদাবাদে ৭৫৭৫, নদিয়ায় ১০০৩৬, বীরভূমে ৫২৭০, পুরুলিয়ায় ৪৬০৫, বাঁকুড়ায় ৬৯০৮, ঝাড়গ্রামে ১৩৯৭, পশ্চিম মেদিনীপুরে ১২৩৪১, পূর্ব মেদিনীপুরে ১৩২৯১, পূর্ব বর্ধমানে ৬৫৯৩, পশ্চিম বর্ধমানে ৮৯৯৯ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana’s corona infection increased hike over 800. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X