For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনা- দুইজেলায় করোনা সংক্রমণ ৫ লক্ষ! উদ্বেগ মৃতের সংখ্যায়

শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ ৫ লক্ষ পেরিয়ে গেল! এই দুই জেলায় উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যাও। কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পেরিয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ ৫ লক্ষ পেরিয়ে গেল! এই দুই জেলায় উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যাও। কলকাতার করোনা সংক্রমণ আড়াই লক্ষ পেরিয়ে গিয়েছে। আর উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ আড়াই লক্ষের সামান্য নিচে। দৈনিক পরিসংখ্যানে বর্তমানে কলকাতাকে টেক্কা দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলা।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় শুধু করোনা সংক্রমণ ৫ লক্ষ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
সোমবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের উপরে। বাংলায় ১৯০০৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৮৯৯। উত্তর ২৪ পরগনায় ৪২২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৯৬৬ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৩৩২৯।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ২৫৭৯৭৩। শুধু এদিনই কলকাতায় ৩৮৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩৯৬৬ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২২৭৯৮১ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬০২৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৭৫০ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ২৪৬৩৩৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২২০ জন। মৃত্যু হয়েছে মোট ৩৩২৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ৩৭ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ২১৬২৯৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৬৭১১ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৩৮২২ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১২৬৯ জন বেড়ে মোট আক্রান্ত হয়েছে ৭০৮২৮ জন। হাওড়ায় আক্রান্ত মোট ৭০০৮৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১২৭১ জন। হুগলিতে ১০৮৬ জন বেড়ে আক্রান্তের সংখ্যা মোট ৫৯৩০৩ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৫০ জন, কোচবিহারে ২৪৮ জন, দার্জিলিংয়ে ৭২৮ জন, কালিম্পংয়ে ৪১ জন, জলপাইগুড়িতে ৩০৫ জন, উত্তর দিনাজপুরে ২৭১ জন, দক্ষিণ দিনাজপুরে ১৭৭ জন, মালদহে ২৬৪ জন, মুর্শিদাবাদে ৫৪৬ জন, নদিয়ায় ১০৪৭ জন, বীরভূমে ২৫৮ জন, পুরুলিয়ায় ৫১ জন, বাঁকুড়ায় ৩৫৮ জন, ঝাড়গ্রামে ১৬৬ জন, পশ্চিম মেদিনীপুরে ৯৫২ জন, পূর্ব মেদিনীপুরে ৪০৬জন, পূর্ব বর্ধমানে ৪৫২ জন, পশ্চিম বর্ধমানে ৯৬০ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata and North 24 pargana’s Corona infection crosses five lacs almost half in West Bengal. All districts are in fear of Coronavorus infection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X