For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণ দেড় লাখের ঊর্ধ্বে, দৈনিক আক্রান্ত আকাশছোঁয়া

কলকাতা-উত্তর ২৪ পরগনা- দুই জেলারই করোনা সংক্রমণ দেড় লাখের ঊর্ধ্বে পৌঁছে গেল। দৈনিক আক্রান্তও আকাশ ছুঁতে চলেছে নিরন্তর। দৈনিক সংক্রমণে কলকাতাকে তাড়া করছিল উত্তর ২৪ পরগনা।

Google Oneindia Bengali News

কলকাতা-উত্তর ২৪ পরগনা- দুই জেলারই করোনা সংক্রমণ দেড় লাখের ঊর্ধ্বে পৌঁছে গেল। দৈনিক আক্রান্তও আকাশ ছুঁতে চলেছে নিরন্তর। দৈনিক সংক্রমণে কলকাতাকে তাড়া করছিল উত্তর ২৪ পরগনা। সেই ধারা অব্যাহত রেখেই কলকাতায় যখন একদিন আক্রান্ত ২৬০০, তখন উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ২৩০০।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা

বৃহস্পতিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ১২ হাজার ছুঁই ছুঁই। বাংলায় ১১৯৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এদিন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৬৪৬। উত্তর ২৪ পরগনায় ২৩৭২ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩২৫৮ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৬৪৫।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান

এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৬২৬৫৬। শুধু এদিনই কলকাতায় ২৬৪৬জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩২৫৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৪১৬২০ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৭৭৭৮ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৭০৮ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান

উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৫০৬৫৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৩৭২ জন। মৃত্যু হয়েছে মোট ২৬৪৫ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৩ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১৩৩৯০৮ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৪১০৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৬০৬ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি

দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৭৭৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৪৯১৯। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৪৪০৩২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৭১ জন। হুগলিতে ৫৭৮ জন বেড়ে আক্রান্ত ৩৫৫৪২ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ

আলিপুরদুয়ারে ৫৪ জন, কোচবিহারে ৭৩ জন, দার্জিলিংয়ে ৩১৮ জন, কালিম্পংয়ে ১৩ জন, জলপাইগুড়িতে ১৮২ জন, উত্তর দিনাজপুরে ১৬৭ জন, দক্ষিণ দিনাজপুরে ৬২ জন, মালদহে ৬৬৭ জন, মুর্শিদাবাদে ৪৫৯ জন, নদিয়ায় ৪৫৫ জন, বীরভূমে ৬২৪ জন, পুরুলিয়ায় ৩৭৬ জন, বাঁকুড়ায় ২০৫ জন, ঝাড়গ্রামে ২২ জন, পশ্চিম মেদিনীপুরে ১১০ জন, পূর্ব মেদিনীপুরে ৩৪৭ জন, পূর্ব বর্ধমানে ৩৭২ জন, পশ্চিম বর্ধমানে ৫৯৬ জন মোট আক্রান্ত হয়েছেন।

English summary
Kolkata and North 24 pargana’s Corona infection cross 1.5 lacs. Corona’s daily infection in both districts over 2300.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X