For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ অব্যাহত, একনজরে জেলার পরিসংখ্যান

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণে উদ্বেগ বেড়েই চলেছে। তবে সক্রিয়ের সংখ্যাও ফের কমতে শুরু করেছে দুই জেলায়। পুজোর পর খানিক স্বস্তির ছবি।

  • |
Google Oneindia Bengali News

দুর্গাপুজোর পর বাংলার করোনা সংক্রমণ গ্রাফ একটু নিম্নমুখী হলেও কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণের বাড়বৃদ্ধি কমার লক্ষণ নেই। মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় পুজোর পরও দৈনিক সংক্রমণ প্রায় ৯০০। তবে সুস্থতার সংখ্যাও বৃদ্ধি পাওয়ায় সক্রিয়ের সংখ্যা কমছে খানিকটা। এটুকুই যা স্বস্তি।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ অব্যাহত

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
এদিন বাংলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৫৭। উত্তর ২৪ পরগনায় এদিন ৮৭৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৮৮৪। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা এখনও সাত হাজারের উপরে। উত্তর ২৪ পরগনায় করোনা সক্রিয়ের সংখ্যা সাত হাজারের সামান্য কম করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ২১৩৯ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১৫০৮।

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৭৭৬৯২। এদিন ৮৮৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১৩৯ জনের। এদিন মৃত্যু হয়েছে ১৪ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৬৮৪১৭ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৭১৩৬ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৮৭ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৭২৭০৬ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৮৭৫ জন। মৃত্যু হয়েছে মোট ১৫০৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ১১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৬৪২২৫ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৯৭৩ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৯৮৪ জন।

হাওড়া-হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা
হাওড়ায় আক্রান্তের নিরিখে বর্তমানে তিন নম্বরে রয়েছে। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ২৪৩৪৪। এদিন আক্রান্ত হয়েছেন ১৫১ জন। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭১৮ জন। এদিন মৃত্যু হয়েছে ৫ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২৪৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২৩৬০৮। হুগলিতে ১৭৪ জন বেড়ে আক্রান্ত ১৭৫১৮ জন।

অন্যান্য জেলায় করোনা পরিসংখ্যান
এছাড়া আলিপুরদুয়ারে ৬২৭৩, কোচবিহারে ৮২২১, দার্জিলিংয়ে ১১০০২, কালিম্পংয়ে ১৩৮১, জলপাইগুড়িতে ৮৬৯৮, উত্তর দিনাজপুরে ৪৬৪১, দক্ষিণ দিনাজপুরে ৬৭৭৯, মালদহে ৯৪০৮, মুর্শিদাবাদে ৮৩২৯, নদিয়ায় ১১৫২৬, বীরভূমে ৫৮৯৮, পুরুলিয়ায় ৫০১৭, বাঁকুড়ায় ৭৫৬০, ঝাড়গ্রামে ১৬৮১, পশ্চিম মেদিনীপুরে ১৩৬৪৫, পূর্ব মেদিনীপুরে ১৪৪৩৫, পূর্ব বর্ধমানে ৭৪৩৮, পশ্চিম বর্ধমানে ৯৯১৩ জন মোট আক্রান্ত হয়েছেন। মোট ৬৬ জন আক্রান্ত হয়েছেন অন্যান্য রাজ্যের বাসিন্দা।

English summary
Kolkata and North 24 pargana increase anxiety in corona after Durga Puja. Coronavirus infection statistics of all districts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X