
আম্ফান তাণ্ডবে জলের তলায় ডুবে গেল কলকাতা বিমানবন্দর! রানওয়ের ভাইরাল ভিডিও দেখুন একনজরে
জলমগ্ন কলকাতা বিমানবন্দর৷ ঘূর্ণিঝড় আম্ফানের জেরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়৷ গতকাল ঝড়ের সময় প্রিপেড ট্যাক্সি বুথ ছিটকে পড়ে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাক্সি স্ট্যান্ড৷ পাশাপাশি বিমানবন্দরের সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে বিমানবন্দরের মূল অংশে ঝড়ের খুব একটা প্রভাব পড়েনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

সাইক্লোনের তীব্রতা কলকাতার প্রতিটি ছত্রে
শুধু বিমানবন্দর নয়, গোটা শহর কলকাতাই যেন দুমড়ে মুচড়ে তছনছ করে দিয়ে গিয়েছে আমফান৷ যেদিকেই চোখ যায়, সাইক্লোনের তীব্রতা যে কত ছিল তা দেখা পাওয়া যাবে৷ গাছ পড়েছে, রাস্ত বন্ধ, ভেঙে পড়েছে হোর্ডিং, সিগন্যাল পোস্ট৷ এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ক্ষতচিহ্ন৷

কোথায় পড়েছে গাছ, কোথাও ছিড়েছে তার
যদুবাবু বাজার চত্বরে গাছ পড়েছে গাড়ির উপরে গাছ পড়ে অবরুদ্ধ হরিশ মুখার্জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ দুই কলকাতার বিস্তীর্ণ এলাকা৷ ঝড়ের দাপটে ছিড়ে গিয়েছে বিদ্যুতের তার৷ গতকাল রাত থেকেই অন্ধকারে ডুবে যায় শহর৷ রাতেই শহরের রাস্তায় নেমে পরিস্থিতির খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম।

পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন লাগবে
পরিস্থিতি স্বাভাবিক হতে ১০-১২ দিন লেগে যাবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ রাত থেকেই গাছ কেটে রাস্তা পরিস্কারের কাজে নেমেছে এনডিআরএফ ও পৌরকর্মীরা৷ বাঘাযতীন রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, সার্দান অ্যাভিনিউ, লেক গার্ডেনস ও যশোর রোডে গাছ পড়ে বন্ধ হয়ে গিয়েছে রাস্তা ৷ দেশপ্রিয় পার্কেও ভেঙে পড়েছে গাছ৷
জলে ডুবে শহরের একাধিক জায়গা
আম্ফানের প্রভাবে তুমুল বৃষ্টি হওয়ায় এজেসি বোস রোড ফ্লাইওভারের উপরেও জমেছে জল৷ জল জমেছে পার্ক সার্কাস কানেক্টরের রাস্তায়৷ অন্যদিকে জলমগ্ন হয়ে পড়েছে পাতিপুকুর আন্ডারপাসও।
Recommended Video

আম্ফানে বিধ্বস্ত পশ্চিম মেদিনীপুর, মমতার নেতৃত্বে ঘুরে দাঁড়াবার আবেদন মানস ভুইঞার