কোলাঘাটের গণধর্ষিতা কিশোরী হার মানল জীবনযুদ্ধে
মারা গেল গণধর্ষনের শিকার কোলাঘাট এলাকার দশম শ্রেণীর ছাত্রী। শুক্রবার ভোররাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যায় সে। গত শনিবার রাতে গনধর্ষনের শিকার হবার পর কীটনাশক খায় সে। তাকে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পর তাকে কলকাতার এই হাসপাতালে পাঠানো হয়। সেখানেই মারা যায় সে।

পুলিশ জানায় যে এই গনধর্ষনের ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন নাবালক। তাকে হোমে পাঠানো হয়েছে। অন্য তিন জন, বিশ্বজিৎ পাত্র, সমীর মন্ডল ও সমীর দলুই , এদের বুধবার তোলা হয়েছিল তমলুক জেলা আদালতে তোলা হলে তাদের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
[আরও পড়ুন: শিখ তরুণীকে অপহরণের পর ধর্মান্তকরণ, জোর করে বিয়ে ! ইমরানের সাহায্যপ্রার্থী পরিবার ]
গত শনিবার কোলাঘাট বাগডিহা এলাকায় ধর্ষণ করা হয় ওই ছাত্রী কে। অভিযোগ, ওই ছাত্রীর প্রেমিক তাকে সেখানে নিয়ে যায় ও তার পরিকল্পনা মত তার বন্ধু রা ওই ছাত্রী কে হাত পা বেঁধে ধর্ষণ করে। সেই মূহূর্তে র ভিডিও তুলে রাখা হয়। মেয়েটিকে হুমকি দেওয়া হয় যে কাউকে সে তা বলে দিলে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া তে ছড়িয়ে দেয়া হবে। বাড়ি ফিরে কীটনাশক খায় ছাত্রী টি। শুক্রবার ভোররাতে কলকাতার হাসপাতালে মারা যায় সে।
[আরও পড়ুন:আজ কলকাতা নগর দায়রা আদালতে খাগড়াগড় কাণ্ডের রায় ]