For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাওড়ার ক্ষতিগ্রস্ত টমেটো চাষিদের পাশে দাঁড়াল কিষাণ কংগ্রেস

অতিবৃষ্টি ও ধ্বসা রোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন হাওড়া জেলার বাগনান ১নম্বর ব্লকে দামোদর নদের চরের কাছে অবস্থিত গোপালপুর মৌজার টমেটো চাষীরা।

  • |
Google Oneindia Bengali News

অতিবৃষ্টি ও ধ্বসা রোগের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছেন হাওড়া জেলার বাগনান ১নম্বর ব্লকে দামোদর নদের চরের কাছে অবস্থিত গোপালপুর মৌজার টমেটো চাষীরা। বাবলু মন্ডল, বাবলু বেজ, নরেশ সরকার সহ এলাকার সকল টমেটো চাষীদের সাথে কথা বলে জানা গিয়েছে যে গত বছরেও অতিবৃষ্টির কারণে কোমর জলে ডুবেছিল টমেটো খেত।

 টমেটো চাষিদের পাশে দাঁড়াল কিষাণ কংগ্রেস

যেখানে প্রতি বিঘা টমেটো চাষে খরচ হয় ১৫ হাজার টাকা সেখানে এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় ও রোগে সরকারী ক্ষতিপূরণের পরিমাণ প্রতি তিন বিঘায় ২৫০০ টাকা, উপরন্তু ভাগচাষীদের বাধ্যতামূলকভাবে জমির মালিককে বিঘা পিছু ৩০০০ টাকা দিতে হয় অথচ ভাগচাষীদের জন্য কোনো কিষাণ ক্রেডিট কার্ডের বন্দোবস্ত নেই। পশ্চিমবঙ্গ প্রদেশ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান তপন দাসের নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, হাওড়া জেলা কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান নীলাদ্রি চক্রবর্তী, উলুবেড়িয়া পূর্ব ব্লক কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান সিদ্ধেশ্বর গাঙ্গুলি সহ একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান

ভুক্তভোগী কৃষকদের নিয়ে বাগনান ১ ব্লকের সহ-কৃষি অধিকর্তার সাথে দেখা করে সকল ক্ষতিগ্রস্থ চাষীদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। সহ-কৃষি অধিকর্তা শ সঙ্গীতা জানার কাছে ক্ষতিপূরণের বিষয়ে সদুত্তর পাওয়া যায়নি। ধ্বসা রোগের প্রকোপের বিষয়ে উনি বলেন দপ্তরে যে কীটনাশক ও রাসায়নিক ওষুধগুলি পাওয়া যায় তা ক্ষতিগ্রস্থ কৃষকের বন্টন করা হয় ও কিছু ওষুধ বাইরে থেকে কেনার পরামর্শ দেওয়া হয়।

English summary
Kishan Congress help to Tomato farmers in Howrah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X