For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্পত্তি হাতাতেই খুন খড়্গপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী, দাবি পুলিশের

সম্পত্তি হাতানোর জন্যই খুন করা হয়েছিল খড়্গপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী জেবি সুব্রহ্মণ্যমকে। তদন্ত করতে নেমে এই তথ্য পেয়েছে পুলিশ।

  • |
Google Oneindia Bengali News

সম্পত্তি হাতানোর জন্যই খুন করা হয়েছিল খড়্গপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী জেবি সুব্রহ্মণ্যমকে। তদন্ত করতে নেমে এই তথ্য পেয়েছে পুলিশ। এই খুনের ঘটনায় সুধীর দাস ও টি শংকর নামে দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

সম্পত্তি হাতাতেই খুন খড়্গপুরের অবসরপ্রাপ্ত রেলকর্মী, দাবি পুলিশের

পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, সোনা ও হিরের গহনা এবং ব্যাঙ্কের পাশ বই চুরি করা হয়েছিল। তার কিছুটা উদ্ধার করা গিয়েছে। এই ঘটনায় জড়িত আরও চারজনের খোঁজ চলছে।

রেল কোয়ার্টারে একাই থাকতেন জেবি সুব্রহ্মণ্যম। এই জন্য তিনি 'সফট টার্গেট' ছিলেন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। তিনি যে এলাকায় থাকতেন সেই একই এলাকায় থাকে সুধীর। অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর কাছে প্রচুর সম্পত্তি আছে একথা জানার পরেই সুধীর তা হাতানোর পরিকল্পনা করে। এই কারণে পাঁচজনকে নিয়োগ করে সে।

রবিবার রাতে দুষ্কৃতীরা তার ঘরে ঢুকে হাত পা বেঁধে খুন করে সুব্রহ্মণ্যমকে। পুলিশ জানায় যে ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আরও যে চার জন এই ঘটনায় যুক্ত তাদের নাম পেয়েছে পুলিশ। এই চারজনের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষ

English summary
Kharagpur rail employee murdered over asset, claims police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X