For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ টালবাহানার পর চালু হলো খড়্গপুর মহকুমা আদালত

দীর্ঘ টালবাহানার পর চালু হলো খড়্গপুর মহকুমা আদালত

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ টালবাহানার পরে অবশেষে চালু করা হল খড়গপুর মহকুমা আদালত।মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে খড়্গপুর মহকুমা আদালতের উদ্বোধন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি নাইয়ার রাধাকৃষ্ণাণ।

দীর্ঘ টালবাহানার পর চালু হলো খড়্গপুর মহকুমা আদালত

তিনি বলেন যে এই রাজ্যে বিচারকদের ঘাটতি থাকলেও তারা চেষ্টা করে চলেছেন দ্রুত বিচার ব্যবস্থার করে মানুষকে সুবিধা দিতে।
পশ্চিম মেদিনীপুরের জেলা বিচারক অনন্যা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে খড়গপুর (গ্রামীন), সবং, পিংলা, ডেবরা এই চারটি থানা নিয়ে প্রাথমিক পর্যায়ে কাজ করবে খড়্গপুর মহকুমা আদালত। জেলা শাসক রশ্মি কমল বলেন যে পরবর্তী সময়ে এই আদালতে এই মহকুমার আরও কিছু থানা এলাকাকে যুক্ত করা হবে।

এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে খড়্গপুরে উপস্থিত ছিলেন জেলা বিচারক, জেলাশাসক, জেলার পুলিশ সুপার দিনেশ কুমার খড়গপুরের বিধায়ক প্রদীপ সরকার ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হবার পর এদিনই খড়্গপুর মহকুমা আদালতের বিচার কাজ শুরু করে দেওয়া হয় এই আদালতের এসিজেএম পদে দায়িত্ব নিলেন সৌমেন গুপ্তা। খড়্গপুর মহকুমা আদালত চালু হওয়ায় খড়গপুর সহ বেশ কয়েকটি এলাকার মানুষের সুবিধা হবে বলে দাবি জেলাশাসকের।

নব্বই এর দশকে এই আদালত তৈরি করার উদ্যোগ নেওয়া হলেও নানা জটিতার কারণে তা করা হয়নি। খড়গপুরের বুলবুলচটি এলাকায় এই আদালত ভবন তৈরি করা হয়েছে। তার পর এই আদালত চালু করার উদ্যোগ নেওয়া হলেও মেদিনীপুরের জেলা আদালতের আইনজীবীরা তাতে বাধা দিয়ে আন্দোলন শুরু করে। তারপর সেই সব জটিলতা কাটিয়ে মঙ্গলবার শুরু হল খড়গপুর মহকুমা আদালত।

নির্ভয়া কাণ্ডের সাজা ঘোষণা:তিহারের জেল নং ৩ আলোচনার কেন্দ্রে! ফাঁসুড়ে ঘিরে জল্পনা শুরু নির্ভয়া কাণ্ডের সাজা ঘোষণা:তিহারের জেল নং ৩ আলোচনার কেন্দ্রে! ফাঁসুড়ে ঘিরে জল্পনা শুরু

English summary
Kharagpur court stars functioning from today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X