খড়্গপুরে দিলীপ ঘোষের খাসতালুকে ঝান্ডা হাতে জোর প্রচারে শুভেন্দু
উপনির্বাচনের প্রচারে বুধবার খড়্গপুর এসে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, এই বিধানসভা এলাকায় উন্নয়নের গ্যারান্টার তিনি। এবং তাঁকে দেখেই যেন এলাকার লোকজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকারকে ভোট দিয়ে জেতান।

বৃহস্পতিবার ফের এই এলাকায় প্রচার করতে এসে কার্যত একই রকম কথা বলেন শুভেন্দু অধিকারী। এদিন বিকালে দলের প্রার্থী খড়্গপুর পুরসভার চেয়ারম্যান, প্রদীপ সরকারকে সঙ্গে নিয়ে মালঞ্চ, খরিদা, নিমপুরা এলাকায় প্রচার করেন তিনি। নিমপুরা এলাকায় একটি পথসভা করে দলের তরফে একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে এই দিনেই শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থী প্রেম চাঁদ ঝা-কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার চালান বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
এদিন মালঞ্চ, খরিদা প্রভৃতি এলাকায় সাধারণ মানুষকে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস জিততে পারলে এলাকায় আরও অনেক উন্নয়নের কাজ করা হবে। তিনি নিজে সেই উন্নয়ন করার জন্য দায়িত্ব নিচ্ছেন। তাই মানুষ যেন এবার বিজেপিকে হারাতে এগিয়ে আসে।
বিধানসভার নির্বাচনে বিজেপির দিলীপ ঘোষ এই কেন্দ্রে জিতেছিলেন প্রায় ছ'হাজার ভোটে। লোকসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে ৪৫ হাজার ভোটে এগিয়ে রয়েছে। কিন্তু এই এলাকায় বিজেপি কোনও উন্নয়ন করেনি বলে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। তারা বলছেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে যা উন্নয়ন হওয়ার হয়েছে।