For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার ভোটে মমতা-শুভেন্দুদের সঙ্গেই বাংলায় কোন কোন কেন্দ্রে 'স্টার ডুয়েল' দেখা যাবে, একনজরে তথ্য

মমতা-শুভেন্দুদের সঙ্গেই দ্বিতীয় দফার ভোটে বাংলায় কোন কোন কেন্দ্রে 'স্টার ডুয়েল' দেখা যাবে, একনজরে তথ্য

  • |
Google Oneindia Bengali News

১ এপ্রিলের 'ফুল' যুদ্ধ ঘিরে গোটা বাংলা তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের দিকে। কার্যত বাংলার দ্বিতীয় দফার ভোট তথা ২০২১ বিধানসভা ভোটের প্রেস্টিজ ফাইট এপিসেন্টার আপাতত নন্দীগ্রাম। তাই কলকাতা থেকে ১৩৪ কিলোমিটার দূরে আগামীকাল গোটা বাংলার ফোকাস টিকে থাকবে। তবে তা ছাড়াও আর কোন কোন কেন্দ্রে বাংলায় মেগা ডুয়েল দেখা যাবে তার কিছু তথ্য দেখা যাক।

 ৩০ আসনে মেগা ফাইট দ্বিতীয় দফায়

৩০ আসনে মেগা ফাইট দ্বিতীয় দফায়

আগামীকাল ভোটের ময়দানে নামছে তমলুক, পাঁশকুড়া (পূর্ব ও পশ্চিম), ময়না, নন্দকুমার,হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর,মহিষাদল। এছাড়াও থাকছে বাঁকুড়া, ইন্দাস,বড়জোড়া, বিষ্ণুপুর,কোতুলপুর, সোনামুখী, ওন্দা। লড়াই হবে, খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর কেন্দ্রে। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগরে জোরদার ভোট হবে। তার আগে যুযুধান ভোটের লড়াইকে কেন্দ্র করে কয়েকটি মেগা ডুয়েলের কেন্দ্র দেখে নেওয়া যাক।

ডেবরা

ডেবরা

ডেবরা আসনে মূলত, দুই প্রাক্তন আইপিএসের লড়াইকে কেন্দ্র করে রীতিমতো চরমে পারদ। পশ্চিম মেদিনীপুরের এই কেন্দ্রে মমতার তুরুপের তাস প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। চন্দন নগরের এই প্রাক্তন পুলিশ অফিসার ভোটের আগে চাকরি থেকে অবসর নিয়ে তৃণমূলে যোগ দেন। তাঁর বিপক্ষে রয়েছেন মমতার বহু পুরনো ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিজেপির ভারতী ঘোষ। প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ গত লোকসভার আগেই যোগ দিয়েছেন বিজেপিতে। এর সঙ্গেই রয়েছেন ভোট যুদ্ধে বামেদের প্রাণকৃষ্ণ মণ্ডল।

ময়না

ময়না

ময়না কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সংগ্রাম কুমার দলুই জয়লাভ করেন। এবার সেই সংগ্রাম কুমার দলুই মমতা শিবির থেকে মেগা ডুয়েলে রয়েছেন বিজেপির প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দার বিরুদ্ধে। ইতিমধ্যেই অশোকের ওপর হামলা ঘিরে উত্তপ্ত থাকার খবর এসেছে ময়না থেকে। এই কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে রয়েছেন কংগ্রেসের মানিক ভৌমিক।

বাঁকুড়া

বাঁকুড়া

বাঁকুড়া কেন্দ্রে এবারেও টলিউড অভিনেত্রীর উপর আস্থা রেখেছে তৃণমূল। এককালে লোকসভা ভোটে বাঁকুড়ায় অভিনেত্রী মুনমুন সেনকে প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন মমতা। এবার বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে মমতার কালো ঘোড়া অভিনেত্রী সায়ন্তিকা। তাঁর বিরুদ্ধে রয়েছেন বিজেপির নীলাদ্রিশেখর দানা। আইএসএফ, কংগ্রেস, বামেদের জোটের তরফে কংগ্রেসের প্রার্থী এখানে রাধারানি বন্দ্যোপাধ্যায়।

খড়গপুর সদর

খড়গপুর সদর

অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় খড়গপুর সদরের স্টার তারকা। তাঁর বিরুদ্ধে এই কেন্দ্রে রয়েছেন তৃণমূলের প্রদীপ সরকার। সংযুক্ত মোর্চার জোটের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের রীতা শর্মা। বিজেপি প্রধান দিলীপ ঘোষের খাস তালুক খড়পুরের বুকে 'ফুল' যুদ্ধের মধ্যে হাত কতটা ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে সেদিকে নজর বিশেষদের থাকছেই।

নন্দীগ্রাম

নন্দীগ্রাম

বাংলায় গত ৩৫ বছরের ইতিহাসে এমন মেগা ডুয়েল দেখা গিয়েছে কিনা সন্দেহ! এই প্রথম দুই তাবড় হেভিওয়েট যুদ্ধের জেরে মিডিয়ার ফোকাস কলকাতা থেকে সোজা নিয়ে এসেছে জেলায়! আর তার নেপথ্য কারণ নন্দীগ্রামের বুকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ক্যাপ্টেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছেন ভূমিপুত্র তথা বিজেপির তাবড় হেভিওয়েট শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই স্টার ডুয়েলের মাঝেই অন্যতম নাম মীনাক্ষী মুখোপাধ্যায়। বামেদের এই লড়াকু তরুণ তুর্কী দুই হেভিওয়েটের সঙ্গে সংযুক্ত মোর্চার তরফে লড়ছেন।

চণ্ডীপুর

চণ্ডীপুর

অভিনেতা সোহম চক্রবর্তী চণ্ডীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে আগামীকাল ভোট ময়দানে নামছেন। তাঁর বিরুদ্ধে বিজেপির পুলককান্তি গুড়িয়া রয়েছেন। এদিকে, সংযুক্ত মোর্চার তরফে রয়েছেন সিপিএমের আশিস গুছাইত। ২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূলের অমিয়কান্তি ভট্টাচার্য জয়ী হন।

ঘাটাল

ঘাটাল

তৃণমূল সাংসদ দেবের খাসতালুক ঘাটাল। আর সেই কেন্দ্রে এবার তৃণমূলের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন শংকর দলুই। বিজেপির তরফে রয়েছেন শীতল কাপাট। সংযুক্ত মোর্চা এখানে বাম প্রার্থী কমল দলুইকে দাঁড় করিয়েছে।

তমলুক

তমলুক

সাংসদ দিব্যেন্দু অধিকারীর খাস তালুক তমলুক। বিধানসভা ভোটে এখানে ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের দিন ভোট গ্রহণ। ঠিক যেদিন দিব্যেন্দুর ভাই শুভেন্দুর ভাগ্য নির্ধারণ গবে নন্দীগ্রামের বুকে। তমলুক কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রয়েছেন সৌমেন মহাপাত্র। তাঁর বিরুদ্ধে বিজেপির হরেকৃষ্ণ বেরা রয়েছেন লড়াইয়ে। সিপিআই প্রার্থী গৌতম পাণ্ডা রয়েছেন সংযুক্ত মোর্চার তরফে।

গোসাবা

গোসাবা

দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্রে সংযুক্ত মোর্চার তরফে আরএসপির অনিলচন্দ্র মণ্ডল প্রার্থী। তাঁর বিপক্ষে রয়েছেন তৃণমূলের জয়ন্ত নস্কর। বিজেপি এই কেন্দ্রেচিত্ত প্রামাণিককে দাঁড় করিয়েছে।

কাকদ্বীপ

কাকদ্বীপ

তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মন্টুরাম পাখিরা রয়েছেন এবার কাকদ্বীপের যুযুধান ভোট যুদ্ধে। তাঁর বিপক্ষে সংযুক্ত মোর্চার তরফে ইন্দ্রনীল রাউত রয়েছেন। বিজেপি এখানে দীপঙ্কর জানাকে প্রার্থী হিসাবে ময়দানে নামাচ্ছে।

আগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তারপর এখানে বড় শিল্প হবে, সিঙ্গুরে দাঁড়িয়ে 'শিল্পায়নে'র বার্তা মমতার মুখেআগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তারপর এখানে বড় শিল্প হবে, সিঙ্গুরে দাঁড়িয়ে 'শিল্পায়নে'র বার্তা মমতার মুখে

English summary
Key constituencies, and star candidates and their Mega contests in West Bengal second phase voting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X