For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস মহামারীর রূপ নিচ্ছে, ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা কেরালা সরকারের

করোনা ভাইরাস মহামারীটিকে ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ হিসাবে ঘোষণা করেছে কেরালা সরকার। সোমবার রাজ্যের তিনজন শিক্ষার্থীর শরীরে এই ভাইরাস মিলেছে।

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মহামারীটিকে 'রাষ্ট্রীয় বিপর্যয়' হিসাবে ঘোষণা করেছে কেরালা সরকার। সোমবার রাজ্যের তিনজন শিক্ষার্থীর শরীরে এই ভাইরাস মিলেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা সাংবাদিক বৈঠক করে বলেন, সরকার মহামারীটিকে 'রাষ্ট্রীয় বিপর্যয়' হিসাবে ঘোষণা করেছে। মহামারীটি নিয়ন্ত্রণে রাখা সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন।

করোনা ভাইরাসে মহামারীতে ‘রাষ্ট্রীয় বিপর্যয়’ ঘোষণা কেরালায়

রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রধান সচিব টম জোসের সভাপতিত্বে এক বৈঠকের পর মহামারী নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এখানে বলেন, দেশের তৃতীয় ইতিবাচক সংক্রমণ ঘটার পরই রাজ্যে মহামারীর ঘটতে পারে বলে নিশ্চিত হয় সরকার। তারপরই রাষ্ট্রীয় বিপর্যত ঘোষণা করা হয়।

সরকার কর্তৃক জারি করা একটি মেডিকেল বুলেটিন জানানো হয়েছে যে, ভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করা এই তিন শিক্ষার্থীর স্বাস্থ্যের অবস্থা সন্তোষজনক। এর আগে এই মহামারীটির কেন্দ্রস্থল চিনের উহান শহরে অধ্যয়নরত এই রাজ্যের দুই শিক্ষার্থী ভাইরাসের পরীক্ষায় ইতিবাচক হয়েছিলেন।

এখনও অবধি চিনের উহান-সহ করোনভাইরাস প্রভাবিত শহর থেকে ভ্রমণ করা মোট ২,২৩৯ জনকে চিহ্নিত করা হয়েছে এবং রাজ্যে নজরদারি রাখা হয়েছে। এর মধ্যে ২,১৫৫ জন হোম কোয়ারেন্টাইনের অধীনে এবং ৮৪ জনকে হাসপাতালের ভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শৈলজা বলেন, চিন থেকে ফিরে আসা কিছু লোক স্বাস্থ্য বিভাগকে এড়িয়ে চলছিল। রিপোর্ট না করে তারা যা করছে তা অত্যন্ত বিপজ্জনক। গত তিন সপ্তাহের মধ্যে উহান করোনভাইরাসটির জন্য প্রায় ৩৬০-এর বেশি মানুষ মারা গেছেন। কমপক্ষে ২৩টি দেশে ১৭ হাজার মানুষ ইতিবাচক পরীক্ষা করেছে।

English summary
Kerala government announced coronavirus epidemic as a ‘state calamity’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X