For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিক্ষিতদের দর কমে গিয়েছে, অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে নিজের উদাহরণ টেনে বিস্ফোরক পার্থ

ছিল সরকারি অনুষ্ঠান। বাঁশদ্রোণীর একটি স্কুলের ইংরেজি শাখার উদ্বোধন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস।

  • |
Google Oneindia Bengali News

ছিল একটি সরকারি অনুষ্ঠান। বাঁশদ্রোণীর একটি স্কুলের ইংরেজি শাখার উদ্বোধন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত রাজ্যে অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস। আর ভাষণ দিতে উঠে পার্থ চট্টোপাধ্যায় মন্তব্য করেন, তাঁর দর কম। শিক্ষিতদের দর কমে গিয়েছে। শিক্ষামন্ত্রী এই মন্তব্যের পরেই জল্পনা চরমে ওঠে। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কোনও গুরুত্ব দিতে চাননি অরূপ বিশ্বাস।

স্কুলের অনুষ্ঠানে পার্থ, অরূপ

স্কুলের অনুষ্ঠানে পার্থ, অরূপ

ছিল সরকারি অনুষ্ঠান। বাঁশদ্রোণীর একটি স্কুলের ইংরেজি শাখার উদ্বোধন। সেখানে উপস্থিত দুইমন্ত্রী। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর এলাকার বিধায়ক হিসেবে অরূপ বিশ্বাস। এছাড়াও ছিলেন কলকাতা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। অনুষ্ঠানে ছিলেন আশপাশের এলাকার তৃণমূল কাউন্সিলররা।

দর কম, জল্পনা উসকে দিলে পার্থ

দর কম, জল্পনা উসকে দিলে পার্থ

তাঁর দর কম। শিক্ষিতদের দর কমে গিয়েছে। দল তথা মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে জল্পনা চরমে। শিক্ষামন্ত্রীর মুখে শিক্ষিতদের দর কম শুনে অনেকেই প্রশ্ন তুলছেন আদতে পার্থ চট্টোপাধ্যায় কাকে নিশানা করছেন।

রসিকতা, না খোঁচা

রসিকতা, না খোঁচা

অনেকেই প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায় কি রসিকতা করেছেন না খোঁচা দিয়েছে। কেননা যে এলাকায় স্কুলের উদ্বোধন, সেই এলাকায় থাকেন পার্থ চট্টোপাধ্যায়। নিজেই সেকথা উল্লেখ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, তিনি এই এলাকায় থাকলেই ভোটে জেতেন পাশের এলাকা থেকে।

লঘু করার চেষ্টা অরূপ বিশ্বাসের

লঘু করার চেষ্টা অরূপ বিশ্বাসের

বিষয়টিকে লঘু করার চেষ্টা করেছেন অরূপ বিশ্বাস। তিনি বলেছেন, পার্থদা শিক্ষামন্ত্রী, তাঁদের নেতাও বটে। দলের মহাসচিবও তিনি। তিনি এনিয়ে আর কোনও মন্তব্যয় করবেন না বলেও জানিয়েদেন।

English summary
Keeping Aroop Biswas one side Partha Chatterjee says educated person's value is less important.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X