For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশ-সেরা কৌশিকী আইএসসিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন, গর্বের অংশীদার অভিজ্ঞানও

আইএসসি পরীক্ষা দেশের মধ্যে প্রথম হয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন পানিহাটির কৌশিকী। সোদপুর সেন্ট জেভিয়ার্সের ছাত্রী কৌশিকী দাশগুপ্ত চৌধুরী।

Google Oneindia Bengali News

আইএসসি পরীক্ষা দেশের মধ্যে প্রথম হয়ে বাংলার মুখ উজ্জ্বল করলেন পানিহাটির কৌশিকী। সোদপুর সেন্ট জেভিয়ার্সের ছাত্রী কৌশিকী দাশগুপ্ত চৌধুরী এবার দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। তবে এবার একা কৌশিকী নন, সাতজন পরীক্ষার্থী যুগ্মভাবে প্রথম হয়েছেন। এই তালিকায় রয়েছেন আরও এক বাঙালি ছাত্র অভিজ্ঞান চক্রবর্তী। অভিজ্ঞান মুম্বইয়ে লীলাবতী পোদ্দার হাইস্কুলে পড়াশোনা করেন।

দেশ-সেরা কৌশিকী আইএসসিতে বাংলার মুখ উজ্জ্বল করলেন, গর্বের অংশীদার অভিজ্ঞানও

সোমবার ২০১৮ সালে আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়। দশম ও দ্বাদশ শ্রেণিতে এবারও ছেলেদের ছাপিয়ে ভালো ফল করেছেন মেয়েরা। কৌশিকী ও অভিজ্ঞান ছাড়াও ৯৯.০৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন লখনউয়ের রাধিকা চন্দ্র, সনম ওয়াহিদ, সাক্ষী প্রদুনান, লিপিটা আগরওয়াল, মুম্বইয়ের তানসা কার্তি শাহ।

কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইএসসিই তরফে এদিন ফল প্রকাশ করা হয়। সেই ফলেই বাংলাকে গর্বিত করেন কৌশিকী। আইএসসি-তে প্রথম হয়ে তাঁর অভিব্যক্তি, এই ফল অভাবনীয়। এই অসাধারণ ফলের জন্য আমার স্কুলশিক্ষক ও পরিবারের সদস্যদের প্রত্যেকের অবদান রয়েছে।

এবারের ঘোষিত ফল অনুযায়ী আইসিএসই দশম শ্রেণিতে পাশের হার ৯৮.৫১ শতাংশ। আইসিএসই-তে প্রথম স্থান অধিকার করেছে মুম্বইয়ের স্বয়াম দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৯৮.৯৫ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯৪.১৫ শতাংশ। আইএসসি দ্বাদশ শ্রেণিতে পাশের হার ৯৬.২১ শতাংশ। মেয়েরা পাশ করেছেন ৯৭.৬৩ শতাংশ, ছেলেরা পাশ করেছেন ৯৪.৯৬ শতাংশ।

English summary
Kaushik Dasgupta Chowdhury takes the first place in ISC. She brightens the face of Bengal being best performer among the country with others six student,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X