For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন গড়ে ধাক্কা বিজেপির! একের পর এক পঞ্চায়েত সদস্যের তৃণমূল কংগ্রেসে যোগদান

অর্জুন গড়ে ধাক্কা বিজেপি শিবিরে। এদিন বিজেপি ছেড়ে ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি পঞ্চায়েতের ১৭ জন সদস্য তৃণমূলে যোগ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

অর্জুন গড়ে ধাক্কা বিজেপি শিবিরে। এদিন বিজেপি ছেড়ে ব্যারাকপুর ১ ব্লকের কাউগাছি পঞ্চায়েতের ১৭ জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তৃণমূল ভবনে এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

লোকসভা ভোটের পর আস্ত পঞ্চায়েত যায় বিজেপির দখলে

লোকসভা ভোটের পর আস্ত পঞ্চায়েত যায় বিজেপির দখলে

লোকসভা ভোটের পর জুনের ১ তারিখ এই কাউগাছি পঞ্চায়েতের ২৪ জন সদস্যই বিজেপিতে যোগ দিয়েছিলেন। তালিকায় ছিলেন পঞ্চায়েত প্রধানও। সেদিন কাউগাছি পঞ্চায়েত অফিসে গিয়েছিলেন অর্জুন সিং। সেদিন সেখানে তাঁকে স্বাগত জানিয়েছিলেন পঞ্চায়েত সদস্যরা। পঞ্চায়েত প্রধান চৈতালী কর্মকার জানিয়েছিলেন, সরকারের প্রতি ভরসা হারিয়েই সবাই বিজেপিতে যোগ দিচ্ছেন।

এবার পঞ্চায়েত তৃণমূলের দখলে

এবার পঞ্চায়েত তৃণমূলের দখলে

এদিন পঞ্চায়েত সেই প্রধান প্রধান চৈতালী কর্মকারের নেতৃত্বে ১৭ জন পঞ্চায়েত সদস্য তৃণমূল ভবনে গিয়ে, ফের তৃণমূলে ফিরে যাওয়ার কথা ঘোষণা করেন। তাঁরা বলেন, ভীত সন্ত্রস্ত হয়ে, সেই সময় দলবদল করেছিলেন।

 ফিরহাদ হাকিমের অভিযোগ

ফিরহাদ হাকিমের অভিযোগ

নাম না করে ফিরহাদ হাকিম এদিন অর্জুন সিংকে আক্রমণ করেন। এলাকার ডন বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, ভোটের পর থেকে ভয় দেখানোর জেরে দলবদল হয়েছিল।

'হৃদয়ে মমতার নাম'

'হৃদয়ে মমতার নাম'

ফিরহাদ হাকিম এদিন বলেন, কারও হৃদয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একবার লেখা হয়ে যায় তাহলে, সেখানে অন্য কারও নাম লেখা যায়। সেটাই হয়েছে কাউগাছির পঞ্চায়েত সদস্যদের ক্ষেত্রে। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী বলেন, পঞ্চায়েত প্রধানসহ চৈতালী কর্মকার সহ সকলের হৃদয়েই লেখা হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ফলে কাউগাছি পঞ্চায়েত তৃণমূলের দখলে আগেও ছিল। ভবিষ্যতেও তা তৃণমূলের দখলেই থাকবে।

English summary
Kaugachi Panchayat again goes under TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X