For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কামদুনি কাণ্ডে সাজা ঘোষণা আজ নয়, হতে পারে আগামীকাল

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ জানুয়ারি : কামদুনি কাণ্ডে দোষী সাব্যস্ত ৬ জনের সাজা ঘোষণা পিছোলো। আজকের পরিবর্তে আগামীকাল অর্থাৎ শনিবার সকাল ১১টায় আর এক পর্ব শুনানির পর ফের হতে পারে সাজা ঘোষণা। গণধর্ষণ, তথ্য লোপাট, অপরাধমূলক ষড়যন্ত্র ও খুনের ধারায় দোষী সাব্যস্ত তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে গণধর্ষণ ও তথ্য লোপাটে দোষী ৩ আসামীকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিতে পারে আদালত। [একনজরে ২০১৩ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনা]

আজ দুপুরে নগর দায়রা আদালতে শুনানির পর রায় দেবার কথা ছিল বিচারপতি সঞ্চিতা সরকারের। কিন্তু শুনানি বিকেল ৩ টে থেকে শুরু হয়ে গড়ায় বিকেল ৫ টা পর্যন্ত। এরপরই জানিয়ে দেওয়া হয়, কামদুনি কাণ্ডে বহু অপেক্ষিত সাজা ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। গতকালই কামদুনি কাণ্ডে অভিযুক্ত ৮ জনের মধ্যে ৬ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। [কামদুনি কাণ্ডে দোষী সাব্যস্ত ৬, তথ্য প্রমাণের অভাবে খালাস ২ জন]

কামদুনি কাণ্ডে আজ সাজা ঘোষণা, দোষীদের ফাঁসির অপেক্ষায় গোটা গ্রাম

আদালত ৮ জনের মধ্যে সাইফুল আলি, আনসার আলি, আমিরুল ইসলাম এই তিন জনকে খুন, গণধর্ষণ -সহ সবকটি মামলায় দোষী সাব্যস্ত করেছে। ভোলা নস্কর, আমিন আলি, শেখ এমানুর ইসলাম গণধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে।

বাকি তথ্য প্রমাণের অভাবে রফিকুল ইসলাম গাজি ও নুর আলি এই দুজনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি আদালতের রায় খুশি নয় নির্যাতিতার পরিবার। তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের কথায়, তদন্তে ঠিক পথে এগোলে রফিকুল ও নুর কিছুতেই বেকসুর খালাস হতো না। মূল তিন দোষীর ফাঁসির সাজা হোক এই অপেক্ষাতেই রয়েছে কামদুনি।

English summary
2013 Kamduni Gangrape Case: Six out of eight accused found guilty yesterday. Today Session court will deliver sentence today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X